সেপ্টেম্বরেও ভারতকে রেহাই দেবে না করোনা! দানবীয় গ্রাসের সম্ভাব্য পরিসংখ্যান উঠে এল গবেষণায়
অনেকেরই দাবি ছিল সেপ্টেম্বর মাসে অন্তত ভারতকে খানিকটা রেহাই দেবে করোনা ভাইরাস। তবে সেই তত্ত্বকে খারিজ করছে নয়া গবেষণা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়ান্স বলছে, সেপ্টেম্বরে তো নয়ই, ২০২১ সালেও করোনা পরিস্থিতি আশঙ্কায় রাখতে পারে ভারতকে।

সেপ্টেম্বরে করোনা আক্রান্ত ভারতের সম্ভাব্য পরিসংখ্যান
আইআইএসসি-র দাবি, সেপ্টেম্বরে করোনা আক্রান্ত ভারতের পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। ২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হবে ৩৫ লাখ। অর্থাৎ জুলাই মাসে যেখানে ৯ লাখ ছাপিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা সেখানে সেপ্টেম্বর মাসে ৩৫ লাখ হবে। অর্থাৎ ২ মাসের মধ্যে ভারতে করোনা পরিসংখ্যান ৯ লাখ থেকে বেড়ে হবে ৩৫ লাখ। এমনই দাবি আইআইএসসির।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের অঙ্ক
পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ৪.৭৮ লাখের সর্বোচ্চ সীমা ছুঁতে পারে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সময় দেশে ১.৪ লাখ অ্যাকটিভ কেস হবে ভারতে। সেই সময় ভারত ১.৮৮ লাখ মৃত্যু দেখবে বলেও পরিসংখ্যান দাবি করছে।

মহারাষ্ট্রের পরিস্থিতি কী হবে?
পরিসংখ্যান বলছে, আসন্ন সময়ে মহারাষ্ট্রের পরিসংখ্যান আরও ভয়াবহ হবে । মহারাষ্ট্রে ৬.৩ লাখ মোট করোনা আক্রান্তের সংখ্যা দেখবে। সেই সময় ২.১ লাখ অ্যাকটিভ কেস থাকবে । এরপরই থাকবে দিল্লি, তামিলনাড়ু গুজরাতের পরিসংখ্যান।

প্রতি সপ্তাহে ২-৩ দিনের লকডাউন প্রয়োজন
এমন হারে করোনার সংক্রমণ আটকাতে হলে, সোশ্যাল ডিসটেন্সিং এর অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে উইকেন্ডে ও আরও একটি দিনে বাড়তি লকডাউন প্রয়োজন। না হলে ২০২১ সালের প্রথমের দিকেই ৬ কোটি করোনা আক্রান্তের অঙ্কে পৌঁছে যাবে ভারত।

করোনার ফাঁকতালে ডিজিটাল সন্ত্রাসবাদ : কীভাবে হ্যাক হল ওবামা-গেটসদের টুইটার অ্যাকাউন্টগুলি?