For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-বাংলাদেশ ম্যাচের আগে বায়ুদূষণের মান কত রাজধানীতে?

কিছুটা স্বস্তিতে দিল্লিবাসী। রাজধানীর জনগণের আজ ঘুম ভাঙে হালকা বৃষ্টির মধ্যে। হালকা বর্ষণের ফলে গতকালকের থেকে বাতাসে মান কিছুটা উন্নতি হয় দিল্লির।

Google Oneindia Bengali News

কিছুটা স্বস্তিতে দিল্লিবাসী। রাজধানীর জনগণের আজ ঘুম ভাঙে হালকা বৃষ্টির মধ্যে। হালকা বর্ষণের ফলে গতকালকের থেকে বাতাসে মান কিছুটা উন্নতি হয় দিল্লির। গতকাল দিল্লিতে বাতাসে দূষণের মান ৫০০ ছুঁয়ে যায়। আজ সকালের বৃষ্টির ফলে সেই সূচক নেমে আসে ৪১০-এ।

রাজধানীতে জরুরি অবস্থা জারি

রাজধানীতে জরুরি অবস্থা জারি

বায়ুদূষণের জেরে জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হয়েছিল দিল্লি ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সুপ্রিম কোর্টের আওতাভুক্ত পরিবেশ দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষ ১০ সদস্যের দূষণ-বিরোধী টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সের সুপারিশে ৫ নভেম্বর পর্যন্ত দিল্লি-এনসিআর এলাকায় নির্মাণকাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের কথা জানিয়ে দেন।

গতকাল বায়ুদূষণের সূচক ৫০০ ছঁয়েছিল

গতকাল বায়ুদূষণের সূচক ৫০০ ছঁয়েছিল

সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই দিওয়ালিতে রাজধানীতে চলেছিল দেদার আতস বাজির রমরমা। আর এর জেরে চলতি মরসুমে সর্বাধিক দূষণমাত্রার সাক্ষী হল দিল্লি। শুক্রবার সকাল আটটায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৯। গতকাল সেই সূচক ৫০০ ছুঁয়ে যায়। এদিকে দিল্লির দূষণের জন্য পাঞ্জাব ও হরিয়ানাকে দায়ী করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দূষণ থেকে স্কুলের ছাত্রদের বাঁচাতে স্কুলের ছাত্রদের মাস্ক বিলি করেন তিনি। দিল্লি সরকার স্কুলগুলির জন্য ৫০ লক্ষ এন৯৫ মাস্ক কিনেছে বলে জানান তিনি।

দূষণের জন্য পাঞ্জাব ও হরিয়ানাকে দায়ী করেন কেজরিওয়াল

দূষণের জন্য পাঞ্জাব ও হরিয়ানাকে দায়ী করেন কেজরিওয়াল

কেজরিওয়াল অভিযোগ করেন, "খট্টর ও ক্যাপ্টেন সরকার চাষিদের ফসল পোড়াতে বাধ্য করছে। গতকালও মানুষ পঞ্জাব ও হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখিয়েছে সরকারের বিরুদ্ধে। মানুষ শ্বাস নিতে পারছে না। আমরা সরকারি ও বেসরকারি স্কুলের প্রতি পড়ুয়াকে দুটি করে মাস্ক দিচ্ছি।"

সূচক নামলেও বাতাসের মান এখনও সঙ্কটজনক

সূচক নামলেও বাতাসের মান এখনও সঙ্কটজনক

গতকালকের তুলনায় এয়ার কোয়ালিটি ইনডেক্স নিচে নামলেও বাতাসের মান এখনও সঙ্কটজনকেই রয়েছে দিল্লিতে। নেহেরু নগর, অশোক বিহার, জাহাঙ্গিরপুর, রোহিনী, ওয়াজিপুর, বাওয়ানা, মুডকা এবং আনন্দ বিহারে বায়ুর মান খুব খারাপ ছিল। দিল্লির প্রতিবেশী শহর বাগপত, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, গুরগাঁও এবং নয়ডাতে অবশ্য দিল্লির থেকে বাতাসের মান একইরকম সঙ্কটজনক অবস্থায় ছিল।

আজ দিল্লিতে মুখোমুখি ভারত-বাংলাদেশ

আজ দিল্লিতে মুখোমুখি ভারত-বাংলাদেশ

এদিকে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচেও পড়েছে দূষণের প্রভাব। দিল্লিতে খেলতে আসা বাংলাদেশের ক্রিকেটাররা দূষণের কারণে বেশ সমস্যায় পড়ছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের জন্যে মাস্কের ব্যবস্থা করে তাদের টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে বালাদেশের ক্রিকেটাররা যখন অনুশীলন করছিলেন, তখন বাতাসের মানের সূচক সঙ্কটজনক ছিল ৪০০-র উপরে। এর আগে দিল্লিতে টেস্ট ম্যাচ খেলতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আজকের ম্যাচে এরকম পরিস্থিতি যাতে না হয়, সেটাই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।

English summary
India to face bangladesh in arun jaitley stadium, what is the air quality index in delhi on sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X