For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরান-মার্কিন যুদ্ধের আবহে চিন্তার ভাঁজ ভারতের কপালে, প্রভাব বড়তে পারে অর্থনীতির উপর

ইরান ও আমেরিকার মধ্যকার পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া দুই দেশের মধ্যে পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে তত চিন্তায় পড়ছে ভারত।

Google Oneindia Bengali News

ইরান ও আমেরিকার মধ্যকার পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া দুই দেশের মধ্যে পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে তত চিন্তায় পড়ছে ভারত। বস্তুত এই দুটি দেশএর মধ্যে যুদ্ধ বাধলে তার খুব বাজে প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। পাশাপাশি ভারতের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বিস্তর।

সঙ্কট নিরসনে ভারতকে এগিয়ে আসার আহ্বান ইরানের

সঙ্কট নিরসনে ভারতকে এগিয়ে আসার আহ্বান ইরানের

এদিকে ভারত যদি আমেরিকা ও ইরানের মধ্যে চলা সঙ্কট নিরসনে কোনও উদ্যোগ নেয়, তাহলে তাকে স্বাগত জানাবে ইরান। দিল্লিতে এমনটাই জানিয়েছেন, সেদেশের রাষ্ট্রদূত। ইরানের সেনা কমান্ডার কাসেম সোলেইমানিকে আমেরিকা হত্যার পর থেকেই আমেরিকা ও ইরানের মধ্যে সংকট বেড়েছে। ইরানের রাষ্ট্রদূত বলেছেন, তারা শান্তি চান, যুদ্ধ চান না। তিনি আরও জানান, ভারত সাধারণভাবে সারা বিশ্বেই শান্তি বজায় রাখতে পদক্ষেপ গ্রহণ করে। সেক্ষেত্রে তারা যদি বিভিন্ন দেশকে নিয়ে উত্তেজনা প্রশমনে কোনও পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তারা তাকে স্বাগত জানাবে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের উপভোক্তা ভারত

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের উপভোক্তা ভারত

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের উপভোক্তা ভারত। আর এর মধ্যে ভারত ৮০ শতাঁশ তেল ও ৪০ শতাংশের বেশি প্রাকৃতিক গ্যাস আমদানি করে বাইরে থেকে। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে তেল ভারত কেনে ইরান থেকে। এর আগেও ইরান থেকে তেল কেনার জন্যে আমেরিকার রোষে পড়েছিল ভারত। ভারতের উপর আংশিক বাণিজ্যিক নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকা। এর পরেই ইরান থেকে আমদানি করা তেলের পরিমাণ কমিয়ে ভারত আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে শুরু করে। তবে যুদ্ধের পরিস্থিতি যদি দাঁড়ায় তবে সেই তেল কেনার রাস্তাতেও বাধা আসবে। কারণ তখন যুদ্ধের জন্য তেল মজুত রাখতে রফতানির পরিমাণ কমিয়ে দেবে আমেরিকা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ

গত শুক্রবার বাগদাদে মার্কিন অভিযানে মৃত্যু হয় ইরানের দাপুটে মেজর জেনারেল কাশেম সুলেমানির। এরপরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। আর এরই মাঝে এমন তোলপাড় করা ঘটনার পর থেকে বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে। বেসামাল অর্থনৈতিক এই পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধিতে ভারত আরও চাপে পড়েছে। পরপর চারদিন দেশে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর জেরে সংকটে পড়েছে সাধআরণ মানুষ। বাজারে কাচা মালের দামও এর জেরে বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশ্ব জুড়ে তেলের দাম বেড়েছে

বিশ্ব জুড়ে তেলের দাম বেড়েছে

এই ঘটনার জেরে বিশ্ব জুড়ে অপরিশোধিত তেলের দাম তিন ডলার বেড়েছে। ব্রেন্টের অপরিশোধত তেলের দাম বেড়ে আজ দাঁড়িয়েছে ৬৯.১৬ মার্কিন ডলার। অন্যদিকে, ডাব্লু টিআইয়ের দাম বেড়ে হয়েছে ৬৩.৮৪ শতাংশ। এদিকে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে আরও বাড়তে পারে তেলের দাম। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তেলের দামের এই বৃদ্ধিতে বিশ্ব জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে , সৌদি আরবের আরমকো তৈলশোধনাগারে ইরান সমর্থিত বিদ্রোহীদের ড্রোন হামলার জেরেও , বিশ্বজুড়ে একপ্রস্থ তেলের দাম বেড়েছে। এবার সুলেমানির মৃত্যুতে সেই তেলের দাম আরও বাড়তে চলছে বলে আশঙ্কা।

আমেরিকার ঘাঁটিতে হামলা ইরানের

আমেরিকার ঘাঁটিতে হামলা ইরানের

ইরানের সংসদ আগেই একটি বিল পাশ করে মার্কিন সেনাকে 'জঙ্গি' ঘোষণা করে। এরপর বুধবার ভোর রাতে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ছাউনিতে হামলা চালিয়ে তারা দাবি করে যে ৮০ জন মার্কিন সেনা মৃত্যু হয়েছে। এরপর ফের বুধবার গভীর রাতে ফের ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলা চালানো হল। তবে এই হামলার দায় এখনও স্বীকার করেনি ইরান। ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। হামলাটি বাগদাদে অবস্থিত গ্রিন জোনে চালানো হয় যেখানে আমেরিকা হয় বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।

হুঙ্কার ও পাল্টা হুঙ্কার দুই দেশের

হুঙ্কার ও পাল্টা হুঙ্কার দুই দেশের

ট্রাম্প সরকার আগে জানিয়েছিল যে ইরান যদি মার্কিন মুলুকে হামলার চেষ্টা করে বা মার্কিন সেনাকে নিশানায় রাখতে চায়, তাহলে ইরানের ৫২ টি জায়গায় হামলা করবে ট্রাম্প প্রশাসন। এর আগে ট্রাম্প প্রশাসন ৫২ টি ইরানের জায়গা চিহ্নিত করে রেখেছে। তার জবাবে এদিন ইরান জানিয়েছে তারা ১০০ টি জায়গাকে বেছে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিনীদের একটা হামলা ইরানে হলেই ওই ১০০ টি জায়গায় জবাব দেবে ইরান।

সুজাপুরের ঘটনার তদন্তে সিআইডি, পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্তসুজাপুরের ঘটনার তদন্তে সিআইডি, পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত

English summary
india tense as effect on economy inevitable in case of iran usa war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X