For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তবে কি যুদ্ধ! সীমান্তের আকাশে আশঙ্কার মেঘ, বিমান ২ মিনিটেই হানা দিতে তৈরি

সার্জিক্যাল স্ট্রাইক ২-এর পর সীমান্তের আকাশে যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে। পাকিস্চান পাল্টা দিতে তৎপর। ভারতও তৎপর আকাশসীমা লঙ্ঘন করা পাক বিমানকে উচিত শিক্ষা দিতে।

  • |
Google Oneindia Bengali News

সার্জিক্যাল স্ট্রাইক ২-এর পর সীমান্তের আকাশে যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে। পাকিস্চান পাল্টা দিতে তৎপর। ভারতও তৎপর আকাশসীমা লঙ্ঘন করা পাক বিমানকে উচিত শিক্ষা দিতে। দুই দেশের সীমান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই প্রতিবেশীই উদ্বেগে। এই অবস্থায় মোদী সরকার সমস্ত প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দিল। যাতে দু-মিনিটেই উড়তে পারে বিমান।

প্রাক-যুদ্ধের উৎকণ্ঠা

প্রাক-যুদ্ধের উৎকণ্ঠা

পুলওয়ামা কাণ্ডের পর ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে মুখের মতো জবাব দিয়েছে। এয়ারস্ট্রাইক করে উড়িয়ে দিয়েছে পাক ভুখণ্ডের তিন-তিনটি জঙ্গি ঘাঁটি। তারপরই পাকিস্তান পাল্টা বিমান হানা করতে ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ায় তাদের বিমানকে তাড়া করে ধ্বংস করেছে ভারত। যদিও পাকিস্তানও দাবি করছে তারা ভারতের দুটি বিমান নামিয়েছে।

যুদ্ধং দেহি মেজাজ

যুদ্ধং দেহি মেজাজ

এই অবস্থায় যুদ্ধং দেহি মেজাজ দুই দেশেই। সীমান্তের আকাশে যুদ্ধের কালো মেঘ। আশপাশের গ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। নিরাপত্তার বেষ্টনীতে যুদ্ধ সাজে সেজে উঠেছে ভূস্বর্গ। সেনা প্রহরা জোরদার করা হয়েছে, ভারতের সীমায় পাকি বিমান ঢুকে পড়লে রক্ষা নেই। তিন বাহিনীকেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দু-মিনিটেই ওড়ার প্রস্তুতি

দু-মিনিটেই ওড়ার প্রস্তুতি

বায়ুসেনার তরফে জানান হয়েছে, প্রত্যেকটি এয়ারবেসকে তারা সতর্ক করে দিয়েছে। প্রস্তপতি নিয়ে রাখতে বলা হয়েছে, যে কোনও মুহূর্তে উড়তে হতে পারে। এমনভাবেই প্রস্তুতি সারা যে, দু-মিনিটেই উড়ে যেতে পারে বিমান। প্রতিপক্ষ শিবিরে আঘাত হানতে পারে। মোট কথা জরুরি অবস্থায় জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তিন বাহিনীকে নির্দেশ

তিন বাহিনীকে নির্দেশ

ভারতের তিন বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। পাকিস্তানের ভু-খণ্ড ঢুকে জঙ্গি ঘাঁটি ওড়ানোর বদলা যে পাকিস্তান যে কোনও সময় নিতে পারে, তা জানে ভারত। তার জন্যই প্রস্তুতিতে খামতি রাখা হচ্ছে না। এখনই যুদ্ধের গোষণা না হলেও পাকিস্তানের আক্রমণ রুখতে ভারত তৈরি বলে জানিয়েছে, তিন সেনা প্রধানই।

জরুরি বৈঠকে মোদী

জরুরি বৈঠকে মোদী

জরুরি বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুষ্ঠানের মাঝপথে ফিরে এসেছেন। নিজস্ব বাসভবনে জরুরি বৈঠক সেরেছেন। উচ্চপর্যায়ের এই বৈঠকে তিনি প্রতিরক্ষার জন্য প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দিয়েছেন মোদী। প্রতিরক্ষামন্ত্রীও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা দফতরের আধিকারিকরা।

English summary
India takes the preparations of war after surgical Strike. India Airforce orders to keep ready for flying the flight,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X