For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘের নয়া পদক্ষেপে পাকিস্তানের ঘুম উড়তে পারে! ভারত কী জানাল

সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘের নয়া পদক্ষেপ ফের একবার পাকিস্তানের ঘুম কেড়ে নিতে বাধ্য।

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘের নয়া পদক্ষেপ ফের একবার পাকিস্তানের ঘুম কেড়ে নিতে বাধ্য। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা গ্রহণ করে এবার সন্ত্রাসবাদে বিনিয়োগ বন্ধের জন্য চরম পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রতিটি দেশকে স্পষ্ট বার্তায় সতর্ক করা হয়েছে, সন্ত্রাসবাদে টাকা যোগানের ঘটনা রোধ করতে হবে, বা কোনও দেশ সন্ত্রাসে আর্থিকভাবে সাহায্য করলে ,তাকে তা বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ত্রাসে আর্থিক যোগানের বিরুদ্ধেও লড়াইয়ের ডাক দিয়েছে রাষ্ট্রসংঘ।

সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘের নয়া পদক্ষেপে পাকিস্তানের ঘুম উড়তে পারে! সমর্থনে ভারত কী জানাল

বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সইদ আকবরুদ্দিন জানিয়েছেন, গোটা বিশ্ব এই ধরনের পদক্ষেপ আরও চাইছে। রাষ্ট্রসংঘকে আরও একধাপ এগিয়ে এই দরনের পদক্ষেপে আরও জোর দিতে হবে। আর যদি তা করা হয়, ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনও উদ্যোগে সামিল হবে। পাশাপাশি তাঁর দাবি, এই ধরনের কাজ যৌথভাবে করলেও ভারত সেই উদ্যোগে জড়িত থাকবে। তবে পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়েনি ভারতও। ভারতের তরফে আকবরুদ্দিন জানিয়েছেন, বেশ কিছু দেশ রয়েছে যারা জঙ্গিদের কাজকে সমর্থন করে তাদের নাশকতামূলক কাজকে নিরাপত্তাও দিচ্ছে। পাশাপাশি, জঙ্গি কার্যকলাপ নিয়ে সেই সমস্ত দেশ কোও পদক্ষেপই নিচ্ছে না, বা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

[আরও পড়ুন:কাশ্মীরে ২৪ ঘণ্টায় টানা ৩টি এনকাউন্টার! গুলির লড়াইয়ে নিকেশ ৪ জঙ্গি][আরও পড়ুন:কাশ্মীরে ২৪ ঘণ্টায় টানা ৩টি এনকাউন্টার! গুলির লড়াইয়ে নিকেশ ৪ জঙ্গি]

উল্লেখ্য, কিছুদিন আগেই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে সমস্ত তথ্য প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ভারত। তবে তা দেখেও পাকিস্তান জানিয়ে দেয় ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। শুধু তাই নয়, ভারতের দেওয়া তথ্য প্রমাণ নিয়ে পাকিস্তানে তদন্ত করার মতো কিছু নেই।

[আরও পড়ুন: মোদীর 'মিশন শক্তি' ঘোষণা নিয়ে আজ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! শুরু কাউন্ট ডাউন][আরও পড়ুন: মোদীর 'মিশন শক্তি' ঘোষণা নিয়ে আজ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! শুরু কাউন্ট ডাউন]

English summary
India supports UN resolution against terror financing, makes veiled reference to Pakistan .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X