For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুরিয়ত নেতাদের উস্কানি পাকিস্তান থেকে, হাই কমিশনারকে সমন নয়াদিল্লির

ভারতে থাকা পাকিস্তানি হাই কমিশনার সোহেল মাহমুদকে সমন পাঠিয়ে ডেকে পাঠাল ভারত সরকার।

  • |
Google Oneindia Bengali News

ভারতে থাকা পাকিস্তানি হাই কমিশনার সোহেল মাহমুদকে সমন পাঠিয়ে ডেকে পাঠাল ভারত সরকার। কারণ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কাশ্মীরের হুরিয়ত কনফারেন্সের অল পার্টি চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুককে ফোন করে উস্কানি দিয়েছেন বলে খবর।

হুরিয়ত নেতাদের উস্কানি পাকিস্তান থেকে, হাই কমিশনারকে সমন

ইসলামাবাদ কীভাবে জম্মু ও কাশ্মীরে হওয়া মানবাধিকার লঙ্ঘনকে প্রচার করছে তা নিয়ে মীরওয়াইজকে ফোনে জানান কুরেশি।

পাকিস্তানে ইমরান খানের সরকার হওয়ার পরে এই প্রথম হুরিয়ত নেতাদের সঙ্গে পাক সরকার কথা বলেছে বলে জানা গিয়েছে। পাক সরকার অসন্তোষ জানিয়ে বলেছে, ইমরান খানের সদিচ্ছা থাকলেও নরেন্দ্র মোদী এগিয়ে আসছেন না।

এদিন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখলে ভারতে থাকা পাকিস্তানের হাই কমিশনারকে তলব করেন। অভিযোগ করেন, মুখে শান্তির কথা বললেও ভিতরে ভিতরে ভারতে অশান্তি পাকাতে চাইছে পাকিস্তান সরকার।

এদিন ভারত সরকারের তরফে ফের একবার হাই কমিশনারের মাধ্যমে পাকিস্তানকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের সেখানে নাক গলানোর কোনও অধিকার নেই। এদিন ফের একবার কড়া ভাষায় পাকিস্তানের নিন্দাতেও মুখর হয়েছে ভারত।

English summary
India summons Pakistan high commissioner over Mirwaiz-minister phone call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X