For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মিশন শক্তির' ঐতিহাসিক সাফল্য নিয়ে মোদীর গুরুত্বপূর্ণ বার্তা একনজরে

'দেশের গর্বের দিন'। 'মিশন শক্তি' র হাত ধরে মহাকাশ যুদ্ধে ক্রমনেই অন্যতম শক্তিধর দেশ হয়ে উঠতে চলেছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

'দেশের গর্বের দিন'। 'মিশন শক্তি' র হাত ধরে মহাকাশ যুদ্ধে ক্রমনেই অন্যতম শক্তিধর দেশ হয়ে উঠতে চলেছে ভারত। এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘোষণায় এমনই তথ্য জানিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে উঠে এসেছে একাধিক বিষয়। মহাকাশ বিজ্ঞানের জগতে এই সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী মোদী কী বলেছেন তা দেখে নেওয়া যাক একনজরে।

মহাকাশ যুদ্ধে ভারত

আমেরিকা,চিন, রাশিয়ার পর এবার ভারত। মাহাকাশ যুদ্ধে এবার নয়া রণনীতিতে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলে এবার মহাকাশের অব্যবহৃত স্যাটালাইট ধ্বংস করল ভারতের 'মিশন শক্তি'।

অপরেশন কঠিন ছিল!

কোনও দেশের বিরুদ্ধে এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ব্যবহারের জন্য এই পরীক্ষামূলক কাজ করা হয়নি, বলে জানিয়েছেন মোদী। তাঁর দাবি দেশের অগ্রগতির কথা ভেবেই এমন কাজ করা হয়েছে। ৩ মিনিটের মাথায় মহাকাশে মিশন শক্তি গুঁড়িয়ে দেয় বাকি অব্যবহৃত স্যাটেলাইটগুলিকে।

চাষাবাদ থেকে দুর্যোগ মোকাবিলা

মোদী জানান, দেশের হয়ে একাধিক স্যাটেলাইট রয়েছে যারা দুর্যোগ ও চাষাবাদ আবহাওয়ার ক্ষেত্রে ভারতকে সাহায্য করছে।

দেশের সুরক্ষার জন্য 'মিশন শক্তি'

'মিশন শক্তি' দেশের প্রতিরক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অর্থনীতির উন্নয়নের জন্যও এই মিশন শক্তি গুরুত্বপূর্ণ।

[আরও পড়ুন: 'মিশন শক্তি' মহাকাশে ৩ মিনিটেই সফল ! জাতীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর][আরও পড়ুন: 'মিশন শক্তি' মহাকাশে ৩ মিনিটেই সফল ! জাতীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর]

ভারত এখন মাহাকাশের অন্যতম শক্তি

প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেন, ভারত এই মুহূর্তের অন্যতম বড় মাহাকাশষ শক্তি। মাহাকাশে অস্ত্র চালনার বিরুদ্ধে এদেশ। তবে এই উৎপেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি সমস্যা হবে না।

[আরও পড়ুন: মিশন শক্তি! মোদীর কোনও কৃতিত্ব নেই, একসুর তৃণমূল, সিপিআই-এর][আরও পড়ুন: মিশন শক্তি! মোদীর কোনও কৃতিত্ব নেই, একসুর তৃণমূল, সিপিআই-এর]

English summary
India successfully launches Missuin shakti here what PM Modi said .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X