For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা খাতে তিন বছরে ২ লক্ষ কোটি খরচ করেছে কেন্দ্র

প্রতিরক্ষা খাতে তিন বছরে ২ লক্ষ কোটি খরচ করেছে কেন্দ্র

Google Oneindia Bengali News

দেশের প্রতিরক্ষা বিভাগকে ঢেলে সাজাতে কেন্দ্র সরকার কোনও ধরনের কার্পণ্যতা দেখায় না। ভারতীয় সেনা–বিএসএফ বা নৌবাহিনী বা বায়ুসেনাদের জন্য যা যা প্রয়োজনীয় অস্ত্র বা যন্ত্রের দরকার লাগে তা কেন্দ্র সরকার এনে দেয়। যাতে দেশের সুরক্ষায় কোনও খামতি না থাকে। গত তিন বছরে ভারত মোট ১.‌‌৩৯ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা যন্ত্রাংশ এ দেশে আমদানি করাতে খরচ করেছে। রাজ্যসভায় এমনই তথ্য পেশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক।

প্রতিরক্ষা খাতে তিন বছরে ২ লক্ষ কোটি খরচ করেছে কেন্দ্র


সরঞ্জাম কিনতে তিন বছরে মোট কত খরচ হল কেন্দ্রের

রাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে, ওই একই সময়ের মধ্যে দেশের বিক্রেতাদের কাছ থেকে মোট ৭৭ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের জন্য ব্যয় হয়েছে। অর্থাৎ প্রতিরক্ষা বিভাগের পেছনেই দেশের আধা টাকা ব্যয় হয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সাল এই তিন বছরের মধ্যে এই অর্থ কেন্দ্র ব্যয় করেছে বলে জানা গিয়েছে। এই তিন বছরে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের জন্য মোট ২,১৫,৬২৮.‌৮৯ কোটি টাকা খরচ হয়েছে।

প্রতিরক্ষা সরঞ্জাম কোন কোন দেশ থেকে আসছে

দেশে প্রস্তুত হয় এমন সরঞ্জাম প্রসঙ্গে শ্রীপদ নায়েক জানান, দেশে ৪১টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে এবং ন’‌টি ডিফেন্স পাবলিক আন্ডারটেকিং (‌ডিপিএসইউএস)‌ রয়েছে। যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদিত হয়। তবে ভারত ইতিমধ্যেই রাশিয়া, আমেরিকা সহ বেশ কিছু দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির জন্য চুক্তি করেছেন। সেই চুক্তি অনুযায়ী কিছু কিছু সরঞ্জাম আসতেও শুরু করেছে ভারতে। এর মধ্যে উল্লেখযোগ্য রাফাল যুদ্ধবিমান। এছাড়াও ভারত আমেরিকা থেকে ৭ বিলিয়ন ডলার খরচ করে নিয়ে আসবে সি গার্জিয়ান আর্মড ড্রোনস ও নাভাল স্পাই প্লেনস। যা দেশের প্রতিরক্ষাকে আরও জোরদার করবে। ব্রিকস সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন প্রতিশ্রুতি দিয়েছেন এস–৪০০ এয়ার মিশাইল পদ্ধতি দেওয়ার। সুতরাৎ বিভিন্ন দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতেই ভারতের অধিকাংশ অর্থ খরচ হয়ে যাচ্ছে।

বিজেপির অস্ত্র এবার মমতার ঝুলিতে! শরণার্থীদের জমির অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, বেধে দিলেন সময়বিজেপির অস্ত্র এবার মমতার ঝুলিতে! শরণার্থীদের জমির অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, বেধে দিলেন সময়

English summary
The total cost of capital procurement of defence equipment between 2016 and 2019 was Rs 2,15,628.89 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X