For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে বোমাবর্ষণের স্মৃতি উস্কে আরও ১০০টি 'বালাকোট বম্ব' কিনছে ভারত ! খরচ তাক লাগাবার মতো

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ে নৃশংস হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। সেই ঘটনার ১০০ ঘণ্টার মধ্যে কাশ্মীর থেকে ঘটনার সঙ্গে জড়িত বাকি জঙ্গিদেরও খুঁজে বার করে ভারতীয় সেনা।

Google Oneindia Bengali News

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ে নৃশংস হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। সেই ঘটনার ১০০ ঘণ্টার মধ্যে কাশ্মীর থেকে ঘটনার সঙ্গে জড়িত বাকি জঙ্গিদেরও খুঁজে বার করে ভারতীয় সেনা। এর সঙ্গে সঙ্গেই ২৬ ফেব্রুয়ারির ভোর রাতে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে হামলা চালিয়ে সফল ভাবে ফিরে আসে বায়ুসেনার ১২ টি মিরাজ যুদ্ধবিমান। ফের একবার সেই স্মৃতি উস্কে 'বালাকোট বম্ব' কিনছে ভারত।

মোট ক'টি বোমা কিনছে ভারত?

মোট ক'টি বোমা কিনছে ভারত?

সূত্রের দাবি, ভারতীয় বায়ুসেনার তরফে মোট ১০০ টি বালাকোট বম্ব কেনা হচ্ছে। ইজরায়েলের কাছ থেকে এই অস্ত্র কিনছে ভারতীয় বায়ুসেনা। আগামী তিন মাসের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসবে এই বম্বগুলি।

 কত টাকার চুক্তি এই বোমা ঘিরে?

কত টাকার চুক্তি এই বোমা ঘিরে?


মোট ৩০০ কোটি টাকার চুক্তি হয়েছে ইজারায়েল ও ভারতের। মূলত বালাকোট বম্ব বলে যাকে উল্লেখ করা হচ্ছে, তা আসলে 'স্পাইস বম্ব' নামে পরিচিত। প্রসঙ্গত,'আপৎকালীন ক্ষমতা'র আওতায় থেকে ইজরায়েলের সঙ্গে এই অস্ত্র কেনবার চুক্তি করেছে ভারত।

কোন ক্ষমতা রাখে স্পাইস বম্ব?

কোন ক্ষমতা রাখে স্পাইস বম্ব?


মূলত, এই বালাকোট বম্বগুলি ৬০ কিলোমিটার দূরে গিয়ে তা শত্রুকে আঘাত করতে পারে। এর মধ্যে আসামান্য 'সিন ম্যাচিং' ক্ষমতা রয়েছে। যা 'ইলেক্ট্রো অপটিক্য়াল ইমেজ' পদ্ধতির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ফলে এই বম্বের নিশানা থেকে কেউ পার পেতে পারে না।

English summary
India signs Rs 300-crore deal to buy more ‘Balakot’ bombs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X