
ভারতীয় স্থলসেনা এবার আরও শক্তিশালী হবে, বরাত গেল অত্যাধুনিক রাইফেলের
ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার পাশাপাশি স্থলসেনাকে মজবুত করার লক্ষ্যেও কাজ করছে কেন্দ্র সরকার। খুব তাড়াতাড়ি স্থলসেনার হাতে আসবে ৭২ হাজার সিগ সয়ের অ্যাসল্ট রাইফেল। মঙ্গলবারই তার বরাত দেওয়া হয়েছে।

একেবারে ফাস্ট-ট্র্যাক পদ্ধতি অনুসরণ করে বরাত ডেলিভারি করতে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে চুক্তি করেছে ভারত। মার্কিন সেনা ইতিমধ্যে এই রাইফেল ব্যবহার করে। এছাড়া কিছু ইউরোপীয় দেশও এই অত্যাধুনিক রাইফেল ব্যবহার করে। একবছরের মধ্যে রাইফেল ডেলিভারি দেওয়া হবে বলেও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে।
ভারতীয় সেনার কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে এই রাইফেল। বিশেষ করে পাকিস্তান ও চিন সীমান্তে সেনার হাতে এই রাইফেল তুলে দেওয়া হবে। চিন ও পাকিস্তান সীমান্তে সমস্যা কমাতে এই অস্ত্র বিশেষ উপযোগী হবে।
সিগ সয়ের অ্যাসল্ট রাইফেল যে কোনও ধরনের তাপমাত্রাতেই কাজ করতে সক্ষম। 'ট্যাকটিক্যাল উইপেন' হিসাবে এটি বিশেষ পরিচিত। এর আগে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে রাইফেল দেখানো হলে তা নিয়ে ভারতীয় সেনা অস্বীকার করেছে।