For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে লকডাউন কি প্রয়োজন, বড় পরামর্শ দিলেন অ্যান্টনি ফউসি

ভারতে লকডাউন কি প্রয়োজন, বড় পরামর্শ দিলেন অ্যান্টনি ফউসি

Google Oneindia Bengali News

করোনার জেরে ভারতে লকডাউন একেবারে শেষ অপশান। একথা আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে, বাংলায় আংশিক লকডাউন হলেও সম্পূর্ণ লকডাউনে সমর্থন নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে চিকিৎসক অ্যান্টনি ফাউসি কোভিডের অন্যতম বিশ্ববরেণ্য চিকিৎসক ভারতের জন্য দিয়েছেন তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ।

কয়েক সপ্তাহের লকডাউন !

কয়েক সপ্তাহের লকডাউন !

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মেডিক্যাল পরামর্শদাতা চিকিৎসক অ্যান্টনি ফাউসি। যিনি বিগত ৭ জন মার্কিন প্রেসিডেন্টের শাসনকালে একই পদে আসীন ছিলেন। এবার তাঁর পরামর্শ যে , ভারতে আগামী কয়েক সপ্তাহের জন্য লকডাউন করা উচিত। অন্তত ২ সপ্তাহের লকডাউন করার পরামর্শ রয়েছে অ্যান্টনি ফাউসির তরফে।

 ভ্যাকসিনেশন

ভ্যাকসিনেশন

এদিকে, করোনার জেরে ভারতে প্রবল পরিমাণে সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে, তার চেষ্টায় আগেই ভ্যাকসিনেশন প্রয়োজন। ভ্যাকসিনেশনে যদি জোর দেওয়া যায়, তাহলে অক্সিজেনের চাহিদা থেকে বেডের চাহিদা কুলিয়ে উঠতে পারবে মানুষ।

ক্রাইসিস গ্রুপ থেকে ইমার্জেন্সি ইউনিট

ক্রাইসিস গ্রুপ থেকে ইমার্জেন্সি ইউনিট

প্রসঙ্গত, ক্রাইসিস গ্রুপ থেকে ইমার্জেন্সি ইউনিট তৈরির ওপর জোর দিতে বলছেন করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। এই চিকিৎসকের মতে , করোনার সুশ্রুষার জন্য প্রয়োজন হাসপাতালের ব্যবস্থাপনা। কারণ মানুষ প্রবলভাবে হাসপাতালের বেড পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

মুখে নেই মাস্ক, শিকেয় কোভিড বিধি! ট্রায়াল আনলকের নৈশ্য পার্টিতে বাঁধভাঙা ভিড় লিভারপুলেমুখে নেই মাস্ক, শিকেয় কোভিড বিধি! ট্রায়াল আনলকের নৈশ্য পার্টিতে বাঁধভাঙা ভিড় লিভারপুলে

কয়েক সপ্তাহে কোন লক্ষ্যমাত্রা?

কয়েক সপ্তাহে কোন লক্ষ্যমাত্রা?

চিকিৎসক অ্যান্টনি ফাউসির মতে কয়েক সপ্তাহের মধ্যে যদি সারা দেশে ভ্য়াকসিনেশন করানো যায় সঠিক নীতিতে , তাহলে সমস্যার সমাধান হতে পারে। আর সেই সমাধানের দিকে তিনিও তাকিয়ে বলে জানিয়েছেন অ্যান্টনি ফাউসি।

English summary
India should shut down the country for few weeks , suggests Anthony Fauci
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X