For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আকসাই চিন দখল করে নিক ভারত ', লাদাখের একমাত্র সাংসদের হুঙ্কার চিনকে নিশানায় রেখে

'আকসাই চিন দখল করে নিক ভারত ', লাদাখের একমাত্র সংসাদের হুঙ্কার চিনকে নিশানায় রেখে

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে প্রতি নিয়ত উত্তজেনা বাড়ছে । যে ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক, উদ্বেগ চলছে। বারবার যেখানে প্রতিবেশী চিনের আস্ফালন বাড়ছে, সেখানে লাদাখ সীমান্তের মানুষ শান্তির পক্ষে।

 চৈনিক আগ্রাসন

চৈনিক আগ্রাসন

গত কয়েক সপ্তাহ ধরে চৈনিক আগ্রাসন নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে ভারত। করোনার প্রবল মহামারীর জেরে দেশে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এরমধ্যে পরিস্থিতি আরও আতঙ্কের হয়ে উঠেছে লাদাকে চৈনিক আস্ফালন ঘিরে।

 আকসাই চিন নিয়ে নিক ভারত

আকসাই চিন নিয়ে নিক ভারত

কয়েক মাস আগে সংসদে তাঁর ভাষণ , সকলকে মুগ্ধ করে। রাতারাতি লাদাখের সাংসদ সেরিং দেশের জনপ্রিয়তার শিখরে উঠে যান। সেই সেরিং এবার লাদাখ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সেরিং বলেন, ' লাদাখে যে উন্নয়নের বন্দোবস্ত করা হচ্ছে তা চলতে থাকুক। ' তিনি বলেন, এই কাজ চলতে দেওয়া উচিত।

 আকসাই চিন দখল করুক ভারত!

আকসাই চিন দখল করুক ভারত!

এদিকে,লাদাখের একমাত্র সাংসদ তথা বিজেপি নেতা জামিয়াং সেরিং লাাদাখ সীমান্ত নিয়ে অমিত শাহের বক্তব্যের সঙ্গে একমত হয়ে রাহুল গান্ধীকে তীব্র ধিক্কার জানিয়েছেন। আর তার পাশাপাশি, সেরিংয়ের দাবি ভারত দখল করে নিক আকসাই চিনের অংশ।

সেরিং এর চাঞ্চল্যকর বার্তা

সেরিং এর চাঞ্চল্যকর বার্তা

জামিয়াং নামগিয়াল সেরিং এর দাবি, লাদাখের শাকসগাম উপত্যকাও ভারত থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেটি পরে ১৯৬৩ সালে চিনকে দিয়ে দেয় পাকিস্তানকে। ওই উপত্যকা ভারতের। ফলে সেই উপত্যকাও ভারত নিয়ে নিকে চিনের থেকে। এমনই দাবি সেরিং এর।

চিন এখনও বহু কিছু গোপন করে চলেছে! লাদাখ নিয়ে মুখে শান্তি র বার্তা দিলেও বেজিং কোন রাস্তায় এগোচ্ছে চিন এখনও বহু কিছু গোপন করে চলেছে! লাদাখ নিয়ে মুখে শান্তি র বার্তা দিলেও বেজিং কোন রাস্তায় এগোচ্ছে

English summary
India should reclaim aksai Chin , lauds Ladakh MP Jamayang Tsering Namagayal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X