For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের অরুণাচল সফরে চিনের আপত্তি, পাল্টা জবাব ভারতের

অমিত শাহের অরুণাচল সফরে চিনের আপত্তি, পাল্টা জবাব ভারতের

Google Oneindia Bengali News

অমিত শাহের অরুণাচল সফর নিয়ে চিনের বিরোধিতার পাল্টা জবাব দিল বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার সাংবাদিক বৈঠক করে বলেছেন, অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং ধারাবাহিক। অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছিন্ন অংশ এই নিয়ে কারোর বক্তব্য শুনতে নারাজ ভারত।

চিনকে পাল্টা জবাব ভারতের

চিনকে পাল্টা জবাব ভারতের

অমিত শাহের অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিনের আপত্তির পাল্টা জবাব দিল অমিত শাহ। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিক বৈঠক করে পাল্টা বেজিংকে বার্তা দিয়েছেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের অবস্থান সব সময় স্পষ্ট এবং ধারাবাহিক। অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অংশ। কাজেই দেশের অন্যান্য রাজ্যের মতই অরুণাচল প্রদেশেও ভারতের সব রাজনৈতিক দলের নেতা মন্ত্রী এবং আধিকারিক সফর করতে পারেন।

অমিত শাহের সফরের বিরোধিতা

অমিত শাহের সফরের বিরোধিতা

বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের পূর্ণ রাজ্য প্রাপ্তির দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর প্রতিবাদে সরব হয়েছে চিন। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে থাকে চিন সেকারণেই বেজিং দাবি করেছে অমিত শাহের এই সফর চিনের সার্বভৌমত্বে আঘাত করছে।

অরুণাচল প্রদেশ বিতর্ক

অরুণাচল প্রদেশ বিতর্ক

স্বাধীনতার পর থেকেই এলএসির প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার এলাকা নিয়ে চিনের সঙ্গে বিতর্ক রয়েছে ভারতের। চিন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে থাকে। সেই কারণেই একাধিকবার এলএসি নিয়ে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়েছে চিন। দলাই লামার তাওয়াং সফরেরও তীব্র বিরোধিতা করেছিল চিন।

English summary
India send messege to china over Amit Shah's Arunachal visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X