For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে করোনা গ্রাফ নিম্নমুখী, কেন্দ্রের তরফে আশার বার্তা

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে করোনা গ্রাফ নিম্নমুখী, কেন্দ্রের তরফে আশার বার্তা

Google Oneindia Bengali News

কোথাও দৈনিক আক্রান্ত ছুঁয়েছিল ৬৭ হাজারের ঘর, কোথাও বা ২৪ পার করেছিল এই গ্রাফ। উত্তরপ্রদশ, দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে করোনার দ্বিতীয় স্রোতের শুরুর দিকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় গতকালই দিল্লি ও মহারাষ্ট্রে করোনা গ্রাফের বিপুল কমতি দেখা গিয়েছে। একই ছবি যোগীরাজ্য উত্তরপ্রদেশে। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে এল আশার বাণী।

সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে যে দেশে, সেখানে করোনা সংক্রমণের হার ভয় ধারাচ্ছে বিশ্বকেসবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে যে দেশে, সেখানে করোনা সংক্রমণের হার ভয় ধারাচ্ছে বিশ্বকে

কেন্দ্রের বার্তা

কেন্দ্রের বার্তা

এদিন কেন্দ্রের তরফে স্বাস্থ্যসচিব, রাজেশ ভূষণ জানান, দেশের ১৮ টি রাজ্যে কমতি দেখা যাচ্ছে করোনার দৈনিক গ্রাফে। সেখানে মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যের উল্লেখ রয়েছে। কেন্দ্র জানিয়েছে, ১৩ টি রাজ্যে ১ লাখের ওপর কোভিড কেস রয়েছে। ৬ টি রাজ্যে ৫০ হাজার থেকে ১ লাখ কোভিড কেস রয়েছে। আর ৫০ হাজার পর্যন্ত ১৭ টি রাজ্যে করোনা দানা বেঁধেছে।

কোন কোন রাজ্যের গ্রাফ নিম্নমুখী?

কোন কোন রাজ্যের গ্রাফ নিম্নমুখী?

প্রসঙ্গত, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, ছত্তিশগড়, বিহার, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, চণ্ডীগড়, লাদাখ, দমন ও দিউ, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে করোনার গ্রাফ নিচে নামতে শুরু করেছে বলে জানিয়েছে কেন্দ্র।

উদ্বেগ বাড়াচ্ছে বাংলা সহ একাধিক রাজ্য

উদ্বেগ বাড়াচ্ছে বাংলা সহ একাধিক রাজ্য

প্রসঙ্গত, করোনা আক্রামণের জেরে যেভাবে বিভিন্ন রাজ্যে গ্রাফ উর্ধ্বমুখী হচ্ছে,তাতে একাধিক রাজ্য উদ্বেগ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গ এরমধ্যে অন্যতম। এছাড়া কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, ওড়িশা, পাঞ্জাব, আসাম, জম্মু ও কাশ্মীর, গোয়া, হিমাচল প্রদেশ, পুডুচেরি, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের কোভিড গ্রাফ চিন্তায় রেখেছে কেন্দ্রকে।

দেশের কোভিড গ্রাফ

দেশের কোভিড গ্রাফ

প্রসঙ্গত , দেশের করোনার দ্বিতীয় স্রোতে বাড়তে থাকা গ্রাফের মাঝে এই প্রথম ১১ মে গ্রাফ নিম্নমুখী হতে শুরু করে। এদিন,ভারতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২৯,৯৪২ জন, যা দেশে মোট কোভিড রোগীর সংখ্যাকে নিয়ে গিয়েছে ২,২৯,৯২,৫১৭-তে। তবে দেশে দৈনিক সংক্রমণ খানিকটা কমল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৮৭৬ জনের এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯,৯৯২। অধিকাংশ করোনা কেস নিয়ে শীর্ষে থাকা পাঁচটি রাজ্য হল কর্নাটক, যেখানে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ‌৩৯,৩০৫) জন, মহারাষ্ট্র যেখানে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭,২৩৬‌ জন, অন্যদিকে, তামিলনাড়ু (‌২৮,৯৭৮)‌, কেরল (‌২৭,৪৮৭)‌ এবং উত্তরপ্রদেশ (‌২১,২৭৭)‌। তবে এর মধ্যে কর্ণাটকের কোভিড অঙ্ক অনেককে চিন্তায় রাখলেও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের গ্রাফ স্বস্তি দিচ্ছে।

English summary
India sees downward covid graph in 18 sttes that includes UP, Delhi, Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X