For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরানের সঙ্গে আমেরিকার বিবাদ চরমে উঠেছে, তেলের দামে অশনি সঙ্কেত দেখছে ভারত

আমেরিকা-ইরানের মধ্যে উত্তেজনার পারদ যত বাড়ছে ততই বিপদ ঘনাচ্ছে ভারতের উপর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে।

Google Oneindia Bengali News

আমেরিকা-ইরানের মধ্যে উত্তেজনার পারদ যত বাড়ছে ততই বিপদ ঘনাচ্ছে ভারতের উপর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। তার প্রভাব পড়েছে ভারতের তেলের দামেও। গতকালই পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। এক কথায় বলতে গেলে প্রমাদ গুণছে ভারত।

ভারতে তেল আসে মধ্য প্রাচ্য থেকে

ভারতে তেল আসে মধ্য প্রাচ্য থেকে

ভারতে তেল আমদানির মূল উৎস্য মধ্য প্রাচ্যের দেশগুলি। বিশেষত ইরাক, ইরান থেকেই ভারত তেল আমদানী করে থাকে। কিন্তু আমেরিকার সঙ্গে ইরানের বিবাদ চরমে উঠলে তেল আমদানি সংকটে পড়তে পারে। যার জেরে তেলের সরবরাহও কমতে পারে ভারতে। কারণ আমেরিকা ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এরই মধ্যে আমেরিকার সঙ্গে বিবাদের জেরে ইরান যদি হরমুজা চ্যানেল বন্ধ করে দেয় তাহলে তেল আমদানি নিেয় সমূহ বিপদে পড়তে হবে ভারতকে। কারণ এই চ্যালেন দিয়েই অধিকাংশ তেল আমদানি হয়ে থাকে।

তেলের আমদানি খরচ বাড়বে

তেলের আমদানি খরচ বাড়বে

ইরান বা মধ্য প্রাচ্যের দেশ গুলিকে বাদ দিয়ে ভারত যদি আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করতে শুরু করে তাতে বিপুল অর্থ ব্যায় হবে। যার জেরে দাম চড়বে তেলের। বিপুল সংকটের মুখে পড়তে হবে দেশকে। এমনিতেই মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে দেশের আর্থিক পরিস্থিতি একেবারেই ভাল নেই। চরম মন্দা চলছে অর্থনীতিতে।

ক্ষতি হবে চাবাহার বন্দরের

ক্ষতি হবে চাবাহার বন্দরের

আফগানিস্থানে চাবাহার বন্দর মূলত ইরান থেেক তেল আমদানি করার জন্য তৈরি করেছিল ভারত। সেই চাবাহার বিমান বন্দর তৈরি করতে েয বিপুল অর্থ ব্যয় করেছিল মোদী সরকার সেই অর্থ একেবারে বেকার হয়ে যাবে। কারণ এই বন্দর দিয়ে আর তেল আমদানি করতে পারবে না ভারত।

English summary
India sees alarming signs of US oil dispute with Iran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X