For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ইতিহাস রচনা ভারতের, যোগাসনের জন্য নাম উঠল গিনেস বুকে!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ জুন : গ্রীষ্মের ঘর্মাক্ত সকালে হাত ছড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন, মাথা ঘোরাচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ এদিনটা ছিল একটু বিশেষ। ভারত উদযাপন করল প্রথম আন্তর্জাতিক যোগ দিবস। আর তাই জেরে গিনেস বিশ্ব রেকর্ডের পাতায় নাম উঠে গেল ভারতের।

রবিবার সন্ধ্যায় ঘোষনা করা হয় আয়ুষ মন্ত্রক ২টি বিশ্বরেকর্ড গড়েছে। প্রথমটি হল ৩৫,৯৮৫ জন অংশগ্রহণকারীরে নিয়ে সর্ববৃহদ যোগাসন অনুষ্ঠান। এবং দ্বিতীয়টি হল সবচেয়ে বেশি জাতির মানুষ (৮৪টি) একই জায়গায় অংশগ্রহণ করেছেন। এর আগে গোয়ালিয়রের বিবেকানন্দ কেন্দ্র মোট ২৯,৯৭৩ প্রতিযোগী নিয়ে এই রেকর্ডের অধিকারী ছিল।[(ছবি) বিশ্বযোগ দিবস : রাজপথে রেকর্ডভাঙা চিত্রের সাক্ষী গোটা দেশ]

টেলিভিশনের পর্দায়, রেডিওয়, খবরের কাগজে আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বেশ একটা হাইপ তৈরি করা হয়েছিল। ঠিক যেমনটা হয়, শাহরুখ খানের ছবি মুক্তির আগে। এদিন যে দৃশ্য দেখা গেল তা অনেকেই আগে ভাবেননি। সাদা হাতাওয়ালা টি-শার্ট ও সাদা পায়জামা সঙ্গে তেরঙা স্টোল নিয়ে প্রস্তুত প্রধানমন্ত্রী।

মাটিতে মাদুর বিছিয়ে কপালভাতি, ভুজঙ্গ আসন, ত্রিকোণ আসন আরও কত কী অনায়াসে করে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। পুরো ৩৫ মিনিটের যোগাসন সেশন করলেন তিনি।

প্রস্তুতি

প্রস্তুতি

রাজপথের জন্য বাড়ি থেকে তখন বেরচ্ছেন প্রধানমন্ত্রী। সাদা হাতাওয়ালা টি-শার্ট ও সাদা পায়জামা সঙ্গে তেরঙা স্টোল নিয়ে প্রস্তুত প্রধানমন্ত্রী।

যোগাসন

যোগাসন

পুরো ৩৫ মিনিটের যোগাসন সেশন করলেন প্রধানমন্ত্রী।মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছিলেন, ঘাম মুছে নিচ্ছিলেন। কিন্তু আসন বন্ধ করেননি।

তদারকি

তদারকি

আসনের মাঝে দেখে নিচ্ছেলন, সবাই আসন করছেন তো।

যোগাসনে মগ্ন

যোগাসনে মগ্ন

মাটিতে মাদুর বিছিয়ে কপালভাতি, ভুজঙ্গ আসন, ত্রিকোণ আসন আরও কত কী অনায়াসে করে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি।

ছোটদের সঙ্গে

ছোটদের সঙ্গে

আসনের মাঝে মাঝে ছোটদের সঙ্গে গিয়ে মাঝে মাঝে কথা বলে আসছিলেন প্রধানমন্ত্রী।

তদারকি

তদারকি

সবাই ঠিকঠাক আসন করছেন কি না সেদিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছেন তিনি।

আসন

আসন

বাকিদের সঙ্গে সমানতালে যোগাসন করে যাচ্ছেন নরেন্দ্র মোদী।

পরামর্শ

পরামর্শ

যোগাসনের মাধ্যমে নিজেকে শান্ত রাখা ও লক্ষ্য স্থির রাখার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

English summary
India scripts history; enters Guinness Book for yoga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X