For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যোদ্ধাদের কুর্নিশে ভারতের আকাশে যুদ্ধবিমানের দাপট! বিরল দৃশ্য কাশ্মীর থেকে কর্ণাটকে

করোনা যোদ্ধাদের কুর্নিশে ভারতের আকাশে যুদ্ধবিমানের দাপট! বিরল দৃশ্য কাশ্মীর থেকে কর্ণাটকে

Google Oneindia Bengali News

নিয়ম করে তাঁরা রোজ বাড়ি থেকে এসে জঞ্জাল সাউ করে নিয়ে যাচ্ছেন। নিয়ম করে আপনার বাড়িতে তাঁরা গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট দিনে পৌঁছে দিচ্ছেন। আর দেশের প্রায় ৪০ হাজার করোনা আক্রান্তকে তাঁরা নিজের সব টুকু চেষ্টা দিয়ে সারিয়ে তুলতে এক চুল জমি ছাড়ছেন না। সাফাইকর্মী থেকে চিকিৎসক, সিলিন্ডার বহনকারী মানুষ থেকে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাক ড্রাইভার, এঁরা সকলেই করোনার যোদ্ধা। করোনার যোদ্ধা দেশের পুলিশকর্মীরাও। আর এঁদের সকলকে এদিন নিজের ঘরানায় কুর্নিশ জানাল ভারতীয় সেনা।

রাষ্ট্রপতি ভবনের আকাশে যুদ্ধবিমান

রাষ্ট্রপতি ভবনের আকাশে যুদ্ধবিমান

এদিন সকালে দিল্লির আকাশ খানিকটা পরিষ্কার হতেই রাষ্ট্রপতি ভবনের মাথায় দেখা যায়, সদর্পে ফ্লাইপাস্ট করছে ভারতীয় সেনার যুদ্ধবিমানগুলি । যে দৃশ্য নিঃসন্দেহে অভূতপূর্ব।

 চন্ডিগড়

চন্ডিগড়

চন্ডিগড়ে সপখনা লেকের ওপর দিয়ে এদিন সেনার হেলিকপ্টার উড়তে দেখা যায়। সঙ্গে ছিল করোনা যোদ্ধাদেরল প্রতি পুষ্প বৃষ্টি।

 কাশ্মীর

কাশ্মীর

এদিন সকাল হতেই কাশ্মীরের ডাল লেকের মাথা দিয়ে উড়ে যায় সেনার যুদ্ধবিমান। কুর্নিশ জানানো হয়েছে করোনা যোদ্ধাদের। ঠিক যখন উপত্যকায় ৫ নিরাপত্তা কর্মীর শহিদ হওয়ার দুঃসংবাদ আসে, যখন সেনার এক কর্নেলের শহিদ হওয়ার খবর আসে, তখন ভারতীয় সেনা নিজের কর্তব্যে অবিচল থেকে এই অভূতপূর্ব কুর্নিশ জানায় করোনা যোদ্ধদের।

মুম্বই

মুম্বই

দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। মুম্বইয়ে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যাটাও কম নয়। এমন পরস্থিতিতে সেখানে এদিন সকালে ভারতীয় সেনার যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট দেখা যায়।

ওড়িশা থেকে কর্ণাটক , গোয়া

ওড়িশা থেকে কর্ণাটক , গোয়া

এদিন ওড়িশার কলিঙ্গ হাসপাতালে, কর্ণাটকের বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে, লখনউয়ের কিং জর্জ হাসপাতালে ,গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আকাশে ভারতীয় বায়ু সেনা ও নৌসেরা হেলিকপ্টার পুষ্প বর্ষণ করে। যা ছিল করোনা যোদ্ধাদের প্রতি কুর্নিশে। একই দৃশ্য দেখা যায়, চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারী হাসপাতালের আকাশেও।

English summary
India salutes Corona warriors , Indian Army's Flypast from Kashmir to Kanyakumarika .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X