For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mrs World 2022: ভারতের সরগম কৌশলের মিসেস ওয়ার্ল্ড ২০২২ খেতাব জয়! ২১ বছর পরে মুকুট ফিরল দেশে

মিসেস ওয়ার্ল্ডের খেতাব আবার ভারতীয়ের দখলে। ২০২২-এর মিসেস ওয়ার্ল্ড খেতাব জয় করেছেন ভারতের সরগম কৌশল। এদিন লাস ভেগাসের এক অনুষ্ঠানে এই পুরস্কার জয় করেন তিনি। ২১ বছর পরে এই খেতাব ফের ভারতে এল। ৬৩ টি দেশের প্রতিযোগীকে

  • |
Google Oneindia Bengali News

মিসেস ওয়ার্ল্ডের খেতাব আবার ভারতীয়ের দখলে। ২০২২-এর মিসেস ওয়ার্ল্ড খেতাব জয় করেছেন ভারতের সরগম কৌশল। এদিন লাস ভেগাসের এক অনুষ্ঠানে এই পুরস্কার জয় করেন তিনি। ২১ বছর পরে এই খেতাব ফের ভারতে এল। ৬৩ টি দেশের প্রতিযোগীকে পরাজিত করেছেন সরগম।

Mrs World 2022: ভারতের সরগম কৌশলের মিসেস ওয়ার্ল্ড ২০২২ খেতাব জয়! ২১ বছর পরে মুকুট ফিরল দেশে

মিসেস ইন্ডিয়ার ব্যবস্থাপনা সংস্থার তরফে সরগমের বিশ্ব খেতাব জয় প্রসঙ্গে বলেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা ২১ বছর পরে মুকুট ফিরে পেয়েছি। অন্যদিকে খেতাব জয় করে তিনি যে কতটা উচ্ছ্বসিত, তা বর্ণনা করেছেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সরগম কৌশল। তিনি বলেছেন ২১-২২ বছর পরে আমরা মুকুট ফিরে পেয়েছি। উচ্ছ্বসিত সরগম বলেছেন, তিনি ভারতকে ভালবাসেন। ভালবাসেন পৃথিবীকেও।
ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে সরগম কৌশল ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ভাইজ্যাকে তিনি শিক্ষিকা হিসেবেও কাজ করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, স্বামী কাজ করেন ভারতীয় নৌবাহিনীতে।

বিবাহিত মহিলাদের জন্য সৌন্দর্য প্রতিযোগিতা হল মিসেস ওয়ার্ল্ড। এই প্রতিযোগিতার পরিকল্পনা ১৯৮৪ সালে। প্রথমে প্রতিযোগিতাটির নাম ছিল মিসেস ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ১৯৮৮ সালে যা মিসেস ওয়ার্ল্ড গিসেবে পরিচিতি লাভ করে। এখনও পর্যন্ত পৃথিবীর অন্তত ৮০ টির বেশি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই প্রতিযোগিতাক ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, সব থেকে বেশিবার বিজয়ী হয়েছেন আমেরিকার প্রতিযোগীরা।

২০২২-এর আগে ভারত এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে একবার, ২০২১ সালে। ওই বছরে ড. অদিতি গোবিত্রিকর এই খেতাব জয় করেছিলেন। ড. অদিতি গোবিত্রিকর এখন মিসেস ইন্ডিয়া ২০২২-২৩-এর বিচারকের আসনে রয়েছেন।

২০০১-এ খেতাব জয়ী অদিতি গোবিত্রিকর সরগম কৌশলকে অভিনন্দন জানিয়েছেন। সরগম কৌশল ফাইনাল রাউন্ডের জন্য ভাবনা রাওয়ের ডিজাইন করা গোলাপী সেন্টার স্লিট ল্গিটারি গাউন পরেছিলেন।

Kunal on Suvendu: বিজেপিতে যোগদানের ২ বছর পূর্তি! 'গদ্দার মুক্ত দিবসে' কুণালের নিশানায় শুভেন্দুKunal on Suvendu: বিজেপিতে যোগদানের ২ বছর পূর্তি! 'গদ্দার মুক্ত দিবসে' কুণালের নিশানায় শুভেন্দু

English summary
India's Sargam Koushal gets prize for Mrs World 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X