ত্রুটি কাটিয়ে স্বমহিমায় 'বাহুবলি'! চন্দ্রযানের যাত্রার নতুন সময় জানাল ভারতীয় মহাকাশ সংস্থা
প্রাথমিক ধাক্কা সামলে ফের চন্দ্রযানের যাত্রার সময় জানানো হল। যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ জুলাই একেবারে শেষ মুহুর্তে চন্দ্রযানের যাত্রা স্থগিত করা
হয়েছিল। ভারতের ১০০০ কোটি চন্দ্রযান ২ যাত্রা শুরু করবে সোমবার, দুপুর ২.৪৩ মিনিটে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর শ্রীহরিকোটা কেন্দ্র থেকে যাত্রা করবে চন্দ্রযান ২।

চন্দ্রযান ২ মিশন সফল হলে ভারত আমেরিকা, রাশিয়া ও চিনের পরেই স্থান করে নেবে। ১৫ জুলাই উৎক্ষেপনের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে ত্রুটির কারণে যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছিল। চাঁদের মাটি ও পরিবেশ নিয়ে গবেষণা করবে এই চন্দ্রযান।
A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called off for today. Revised launch date will be announced later.
— ISRO (@isro) July 14, 2019
ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, চন্দ্রযানের এই সমস্যা যদি দূর না করা হত, তাহলে পুরো প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যেত। ওই আধিকারিক জানিয়েছেন, সমস্যা গুরুতর হলেও, খুব সহজেই তা সমাধান করা গিয়েছে।
৬৪০ টনের রকেট যা জিএসএলভি মার্ক থ্রি নামে পরিচিত। যার পরিচিত নাম হল বাহুবলি। উচ্চতা ৪৪ মিটার। যার অর্থ ১৫ তলা বাড়ির সমান।
চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে ইসরো। এই মিশনের নাম দেওয়া হয়েছে চন্দ্রযান ২। চাঁদের মাটিতে কি সত্যিই জল রয়েছে বা জলের অস্তিত্ব পাওয়ার মতো পরিবেশ রয়েছে? এরই উত্তর খুঁজবে চন্দ্রযান ২।