বাড়ল খুচরো মূদ্রাস্ফীতি, মধ্যবিত্তের নাভিঃশ্বাস দশা, জুলাইয়ে বৃদ্ধি ৬.৯৩ শতাংশ
খুচরো মুদ্রাস্ফীতি বাড়ল দেশে। জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৬.৯৩ শতাংশ। জুন মাসে ছিল ৬.২৩ শতাংশ। জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের। সবজি থেকে মাছ মাংস, খাদ্য শস্য সবকিছুর দামই বাড়ছে হু হু করে।

করোনা পরিস্থিতির কারণে ভারতীয় অর্থনীতিতে বিপুল ধাক্কা এসেছে। যার জেরে প্রভাপ পড়েছে খুচরো বাজারেও। একাধিক জিনিসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। চাল-ডাল থেকে শুরু করে সবজি, মাছ, মাংস সব কিছুর দামই আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। খাদ্য শস্যের মধ্যে চাল ডালের দাম বেড়েছে ১৫.৯২ শতাংশ। মাছ এবং মাংসের দাম বেড়েছে ১৮.৮১ শতাংশ। তেল এবং ঘিয়ের দাম বেড়েছে ১২.৪১ শতাংশ। আবার মশলার দাম বেড়েছে ১৩.২৭ শতাংশ। অন্যদিকে সবজির দাম বেড়েছে ১১.২৯ শতাংশ।
তার উপরে একাধিক রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে মানুষের রোজগারেও ভাঁটা পড়েছে। বেকারত্বের সংখ্যা বেড়েেছ। তার উপরে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা।

সচিনকে কাছে টেনে নিলেও ক্ষমতা জাহিরে মগ্ন অশোক, বিক্ষুব্ধদের ছাড়াই আস্থা ভোটে জয়ের দাবি