For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সহনশীল ভারত' বদলাতে পারে পরমাণু অস্ত্র নীতি, পাকিস্তানকে কৌশলী হুঁশিয়ারি রাজনাথের

ভারত স্বাধীনতার পর থেকেই সহনশীল রাষ্ট্র। চট করে কাউকে আঘাত করা ভারতের নীতি নয়। সকলকে পাশে নিয়ে চলাতেই ভারত বিশ্বাসী।

  • |
Google Oneindia Bengali News

ভারত স্বাধীনতার পর থেকেই সহনশীল রাষ্ট্র। চট করে কাউকে আঘাত করা ভারতের নীতি নয়। সকলকে পাশে নিয়ে চলাতেই ভারত বিশ্বাসী। ধর্মনিরপেক্ষ ও সার্বভৌম ভারত মানবতার এই নিদর্শনই বরাবরই দিয়ে চলেছে। তবে বর্তমান প্রেক্ষিতে সেই সহনশীলতার রাস্তা থেকে প্রয়োজনে ভারত সরেও আসতে পারে। ভবিষ্যৎই বলবে আদৌও ভারত সেই পথে পা বাড়াবে কিনা।

বদলাতে পারে নীতি

তবে পাকিস্তান যেভাবে পিছনে পড়েছে তাতে পরিস্থিতি যেকোনও সময় বদলাতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, এদিন পর্যন্ত আমাদের পরমাণু অস্ত্র নীতি হল - প্রথমে ব্যবহার করা যাবে না। তবে ভবিষ্যতে কী হয় তা পরিস্থিতির ওপরে নির্ভর করছে।

কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত

কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারত-পাকিস্তানের মধ্যে ফের একবার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কাশ্মীরকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে ভারত। একদিকে জম্মু-কাশ্মীর ও অন্যদিকে লাদাখকে রাখা হয়েছে। তা নিয়ে পাকিস্তানের রাতের ঘুম উড়েছে।

বারবার পাকিস্তানের হামলা

বারবার পাকিস্তানের হামলা

তার আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানি জঙ্গি সংগঠন পুলওয়ামায় সেনা ক্যাম্পে হামলা চালায়। তার জবাবে ভারত বালাকোটে এয়ারস্ট্রাইক করে। তার আগে উরি হামলার বদলা নিয়ে প্রথমবার সীমান্ত পেরিয়ে জঙ্গি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এগুলি সবই ছিল প্রত্যুত্তর।

ভারতের নীতি

ভারতের নীতি

প্রসঙ্গত ১৯৯৮ সালে পোখরানে ভারত পরমাণু শক্তি পরীক্ষা করে অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে। তারপরই ভারত পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়। সেইসময়ই ঘোষণা করা হয়েছিল, ভারত কখনও প্রথমে পরমাণু অস্ত্রের প্রয়োগ করবে না। তবে কেউ আঘাত করলে প্রত্যাঘাত করা হবে। এবার সেই নিয়মের বদল নিয়ে মন্তব্য করেই জল্পনা তৈরি করলেন রাজনাথ সিং।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

English summary
India's nuclear policy may change, hints defence minister Rajnath Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X