For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে ফের নয়া রেকর্ড ভারতের, ১ কোটি মানুষকে টিকা দিয়ে নয়া নজির স্বাস্থ্য মন্ত্রকের

করোনা যুদ্ধে ফের নয়া রেকর্ড ভারতের, ১ মাসেই ১ কোটি পার করোনা টিকাকরণ

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে ইতিমধ্যেই একের পর এক রেকর্ড গড়ছে ভারত। এদিকে গোটা দেশেই ইতিমধ্যেই দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়ার পাশাপাশি দ্বিতীয় পর্বের টিকাকরণেরও তোড়জোর শুরু হয়ে গিয়েছে। এবার তারই মাঝে নতুন সুখবর শোনাল ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক। শুক্রবারই ভারতে পার হয়ে গেল ১ কোটি মানুষের টিকাকরণ। যা গোটা বিশ্বের মধ্যে নয়া রেকর্ড বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

করোনা যুদ্ধে ফের নয়া রেকর্ড ভারতের, ১ কোটি মানুষকে টিকা দিয়ে নয়া নজির স্বাস্থ্য মন্ত্রকের

এদিকে টিকা প্রদান শুরু পর থেকেই ঝড়ের গতিতে টিকাকরণ শুরু হয় একাধিক রাজ্যে। কো-উইন অ্যাপে গোলোযেগের কারণে কিছু ক্ষেত্রে টিকাকরণের গতিতে খানিক পারাপত দেখা গেলেও মাত্র ১ মাসের ব্যবধানে এই বিশাল পরিমাণ মানুষকে টিকা দেওয়ায় বিস্মিত গোটা বিশ্বই। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ই মার্চ প্রথম টিকাকরণ শুরু হয় ভারতে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষক সহ দেশের ৩০ কোটি প্রথমসারির কোভিড যোদ্ধাকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

অন্যদিকে টিকাকরণের পাশাপাশি ভারতে দৈনিক করোনা সংক্রমণেও গত কয়েকমাস ধরে ভাটা দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে ভারতবাসীদের গোষ্ঠী প্রতিরোধ ক্ষমতাকেই মান্যতা দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য বলছে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৬৩ হাজার ৩৯৪ জন। মারা গিয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ১১১ জন। অন্যদিকে এখনও পর্যন্ত সিংহভাগ করোনা আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়া পেলেও সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৫৪২।

কয়লা পাচার-কান্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি সিবিআইয়েরকয়লা পাচার-কান্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি সিবিআইয়ের

English summary
india s new record in corona war 1 crore vaccination crossed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X