For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একটা লকডাউন বলে ৪ টে করে দিল'! সোশ্যাল মিডিয়ায় মিম-এর বন্যা

'একটা লকডাউন বলে ৪ টে করে দিল'! সোশ্যাল মিডিয়ায় মিম-এর বন্যা

  • |
Google Oneindia Bengali News

শুরু হয়েছিল গত ২৪ মার্চ। আর আজ ১৮ মে। করোনার প্রবল দংশনে ভারত যে কতটা বিপর্যস্ত তা লকজাউনের মেয়াদই বলে দিচ্ছে। বিভিন্ন সংস্কৃতির মিশেলে ঝলমলে এই দেশে প্রতি মাসেই কিছু না কিছু উৎসব লেগে থাকে। আর সেই দেশে একদিন ধরে লকডাউন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিক। আর সোশ্যাল মিডিয়া লকডাউনের চতুর্থ দশায় একের পর এক মিমের বন্যা শুরু হয়েছে।

লকডাউনে মানুষের পরিস্থিতি

লকডাউনে মানুষের চেহারা কীভাবে পাল্টে যাচ্ছে , তা নিয়ে এই মিমটি। এখানে অমিতাভ বচ্চনের বিভিন্ন ছবির দৃশ্য ব্যবহার করা হয়েছে।

লকডাউন ৪ এর প্রতিক্রিয়া

লকডাউন ৪ যদি মানুষ হয়, আর বাকি লকডাউনদের প্রতি যদি সে কোনও প্রতিক্রিয়া দেয়, তাহলে তা কেমন হত? সেই উত্তর দিয়েছে এই মিম।

লকডাউন ১০ ও কি আসবে?

অনেকের মনেই প্রশ্ন , লকডাউন ৪ নিয়ে যখন সকলে ব্যস্ত , তখন লকডাউন ১০-ও কি আসবে? সেই জল্পনা নিয়েই এই মিমটি।

ক্যারি মিনাতি স্টাইল

ক্যারি মিনাতি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হটশট। আর তাঁর ফ্যান ফলোইং-ও কম নেই। আর সেই ক্যারি মিনাতির স্টাইলে এই মিমটির প্রশ্ন 'একটি লকডাউন বলে ৪ টে করে দিল'!

রাম-রাবণের বার্তা

রামায়ণ সিরিয়ালের এই দৃশ্যটি নিয়ে তৈরি হয়েছে মিমটি। সেখানে লকডাউন ৩ লকডাউন ৪ এর সঙ্গে কীভাবে হাত মেলাবে তা নিয়ে জল্পনা করা হয়েছে।

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষিত, ১ জুলাই থেকে ১৫ জুলাই টানা চলবে পরীক্ষাসিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষিত, ১ জুলাই থেকে ১৫ জুলাই টানা চলবে পরীক্ষা

English summary
India's Lockdown 4.0 memes are running high in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X