For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে ভারতীয়দের 'আয়ুষ্কাল'! চমকপ্রদ পরিসংখ্যান নিয়ে এল গবেষণা

বাড়ছে ভারতীয়দের 'আয়ুষ্কাল'! চমকপ্রদ পরিসংখ্যান নিয়ে এল গবেষণা

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে শেষমেশ একটি সুখবর এল ভারতের জন্য। দশকের অপেক্ষার পর এবার ভারতের মানুষের আয়ু বাড়তে থাকার বার্তা দিয়েছে ল্যানসেট জার্নালের একটি নতুন গবেষণা। তবে সেই গবেষণায় দেখা গিয়েছে, এদেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের পরিস্থিতি রয়েছে আয়ুষ্কাল রয়েছে।

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান কী বলছে?

দেখা গিয়েছে ১৯৯০ সালের তুলনায় ২০১৯ সালে ভারতের মানুষের আয়ুষ্কারে ব্যাপক বৃদ্ধি হয়েছে। ১৯৯০ সালের ৫৯. ৬ বছর আয়ুষ্কাল দেখা গেলেও, ২০১৯ সালে দেখা যাচ্ছে আয়ুষ্কালের গড় ৭০. ৮। তবে রাজ্যের ভিত্তিতে এই গড়ে বেশ তারতম্য পরিলক্ষিত হচ্ছে।

কেরল ও উত্তপ্রদেশের মাঝে ব্যপক তারতম্য

কেরল ও উত্তপ্রদেশের মাঝে ব্যপক তারতম্য

দেখা যাচ্ছে দেশে কেরলের মানুষের মধ্যে আয়ুষ্কালের বৃদ্ধি সবচেয়ে বেশি। যার পরিসংখ্যান হল ৭৭.৩ বছর। আর উত্তরপ্রদেশের মানুষের আয়ুষ্কালের পরিসংখ্যান ৬৬.৯ বছর। যা সবচেয়ে কম।

 রোগের কাছে মানবসভ্যতার হার

রোগের কাছে মানবসভ্যতার হার

গবেষকরা বলছেন, বহুদিন ধরে বহু রোগের কাছে মানুষের হেরে যাওয়ার ফলে আয়ুষ্কালে কমতি দেখা গিয়েছে বহু দেশে। অনেক ক্ষেত্রেই তামাকজাত পদার্থ, রক্তচাপ, বায়ুদূষণের জের সমস্যাকে আরও বাড়িয়েছে। যা ধীরে ধীরে বহু দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে সাম্প্রতিককালে কমেছে।

সমীক্ষা কী বলছে?

সমীক্ষা কী বলছে?

তবে সমীক্ষা বলছে , ক্যানসারের মতো মারণ রোগের প্রকোপও তেমন বাড়ছে। যা আগামীর আশঙ্কার কারণ। তেমনই আগে সন্তানের জন্মের সময় মায়ের মৃত্যুর ঘটনা অনেক বেশি ছল, এখন তা কমে গিয়েছে। যার প্রভাব আয়ুষ্কালে পড়েছে।

 ভারতীয়দের মৃত্যুর ঝুঁকির নেপথ্যে কোন কোন কারণ?

ভারতীয়দের মৃত্যুর ঝুঁকির নেপথ্যে কোন কোন কারণ?

দেখা গিয়েছে, ৫ টি ফ্যাক্টর ভারতীয়দের রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ২০১৯ সালের হিসাবে দেখা গিয়েছে দেশে ১.৬৫ মিলিয়ন জনের ম-ত্যু বায়ু দবষণে হয়েছে। ১.৪৭ মিলিয়নজনের মৃত্যু রক্তচাপের ফলে হয়েছে। তামাক সেবনে মৃত্যু হয়েছে ১.২৩ মিলিয়ন জনের। স্বল্পাহারে মৃত ১.১৮ মিলিয়ন জন, ১.১২ মিলিয়ন জন উচ্চরক্তচাপে মারা গিয়েছেন। ফলে এই ৫ টি ঘটনা ভারতীয় মৃত্যুর কারণ হিসাবে দায়ী বলে গবেষণা চিহ্নিত করেছে।

বিহার ভোটের প্রাক্কালে বিজেপির বি-টিম হিসাবে কাজ করাতেই সংখ্যালঘুদের ভরসা হারাচ্ছে জেডিইউ?বিহার ভোটের প্রাক্কালে বিজেপির বি-টিম হিসাবে কাজ করাতেই সংখ্যালঘুদের ভরসা হারাচ্ছে জেডিইউ?

English summary
India's Life expectancy Up since 1990 , but wide inequalities between states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X