For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টা হামলার ব্লু-প্রিন্ট তৈরি হবে কি! পাকিস্তানে থাকা ভারতীয় রাষ্ট্রদূতের ডাক পড়ল দিল্লিতে

পুলওয়ামায় জঙ্গি হামলার পর গত ২৪ ঘণ্টায় গোটা পরিস্থিতি বদলে গিয়েছে। পাকিস্তানকে একঘরে করতে রণকৌশল সাজাচ্ছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় জঙ্গি হামলার পর গত ২৪ ঘণ্টায় গোটা পরিস্থিতি বদলে গিয়েছে। পাকিস্তানকে একঘরে করতে রণকৌশল সাজাচ্ছে ভারত। পাশাপাশি কঠোর শিক্ষা দেওয়ার প্রয়াসও তলে তলে শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন ভারতে অবস্থিত পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। তেমনই পাকিস্তানে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকেও ডেকে পাঠানো হয়েছে।

পাল্টা হামলার ব্লু-প্রিন্ট তৈরি হবে কি! পাকিস্তানে থাকা ভারতীয় রাষ্ট্রদূতের ডাক পড়ল দিল্লিতে

ফিঁদায়ে হামলা চালিয়ে পুলওয়ামায় এতজন সেনাকে মেরে ফেলা হয়েছে। সারা দেশ প্রতিশোধ চেয়ে ফুঁসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত স্পষ্ট জানিয়েছেন, এই অপরাধ যারা করেছে তাঁদের ছাড়া হবে না। সেনাকে পূর্ণ ছাড় দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

তার আগে এদিন কেন্দ্রের তরফে অরুণ জেটলি তিনটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রথমত, শহিদ জওয়ানরা যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এদিন বৈঠকে মৌনতা পালন করা হয়। এবং সিআরপিএফ নজর রাখবে যাতে সকলের শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ও গোটা দেশ এই শহিদদের সম্মান করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যতগুলি কূটনৈতিক রাস্তায় জয় আসতে পারে, সেই সবকটি রাস্তা খোলা রাখছে ভারত। পাকিস্তানকে মোস্ট ফেভারর্ড নেশন- দেশের তকমা দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারত সবচেয়ে বেশি সাহায্য পাকিস্তানকে করবে বলে আগে সন্ধি হয়েছিল, সেটা এদিন তুলে নেওয়া হল।

[আরও পড়ুন:ভারতে আত্মঘাতী হামলা হবে, অনেক আগে পাক টিভি চ্যানেলে ফাঁস করেন প্রাক্তন আইএসআই জেনারেল][আরও পড়ুন:ভারতে আত্মঘাতী হামলা হবে, অনেক আগে পাক টিভি চ্যানেলে ফাঁস করেন প্রাক্তন আইএসআই জেনারেল]

পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি সেদেশের কিছু গোপন তথ্য জেনে রণকৌশল ঠিক করার আগেই পাকিস্তানে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকেও ডেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: পুলওয়ামা হামলার পরও মাসুদ আজহারকে জঙ্গি মানতে রাজি নয় চিন ][আরও পড়ুন: পুলওয়ামা হামলার পরও মাসুদ আজহারকে জঙ্গি মানতে রাজি নয় চিন ]

[আরও পড়ুন:কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুললেন নভজ্যোত সিং সিধু][আরও পড়ুন:কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুললেন নভজ্যোত সিং সিধু]

English summary
India's High Commissioner to Pakistan Ajay Bisaria called to Delhi in wake of Pulwama Attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X