For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি সংগ্রহেও ঘাটতি, উদ্বেগ বাড়ছে কোষাগারের সঞ্চয় নিয়ে

এক ধাক্কায় অগস্টে জিএসটি সংগ্রহের পরিমান কমল এক লাখ কোটি টাকার উপর। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জাির করে এই িরপোর্ট পেশ করা হয়েছে। গত মাসে এর থেকে অনেক জিএসটি সংগ্রহ করেছিল সরকার।

Google Oneindia Bengali News

এক ধাক্কায় অগস্টে জিএসটি সংগ্রহের পরিমান কমল এক লাখ কোটি টাকার উপর। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জাির করে এই িরপোর্ট পেশ করা হয়েছে। গত মাসে এর থেকে অনেক জিএসটি সংগ্রহ করেছিল সরকার।

জিএসটিতে ঘাটতি লক্ষ কোটি টাকা

জিএসটিতে ঘাটতি লক্ষ কোটি টাকা

দেশের আর্থিক অবস্থা যে অত্যন্ত খারাপ তা আবারও প্রমাণ হয়ে গেল জিএসটি সংগ্রহের বহরে। অগস্টে জিএসটি সংগ্রহ হয়েছে ৯৮,২০২ কোটি টাকা। জুলাই মাসে তার পরিমাণ ছিল ১,০২ লক্ষ কোটি টাকা। এক ধাক্কায় এক লক্ষ কোটি টাকার ঘাটতি হয়েছে সংগ্রহে। তবে আশার কথা গত বছর এই মাসেই জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল এক থেকে অনেকটাই কম ৯৩,৯৬০ কোটি টাকা। এবছর জুন মাসে সংগ্রহ করা হয়েছিল ৯৯,৯৩৯ কোটি টাকা।

কেন্দ্র এবং রাজ্যের সংগ্রহে ফারাক

কেন্দ্র এবং রাজ্যের সংগ্রহে ফারাক

কেন্দ্রীয় সরকারের জিএসটি ঢুকেছে ১৭,৭৩৩ কোটি টাকা। অন্যদিকে রাজ্যগুলিতে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ২৪,২৩৯ কোটি টাকা। এছাড়াও সেজ সংগ্রহ হয়েছে ৭,২৭৩ কোটি টাকা। আর জিএসটি রিটার্নের জন্য দিতে হবে ৭৫,৮০ লাখ টাকা। মোটের উপর কেন্দ্র রাজ্য দুক্ষেত্রেই ঘাটতি রয়ে যাচ্ছে।

চরম আর্থিক দুরবস্থার দিকে এগোচ্ছে দেশ

চরম আর্থিক দুরবস্থার দিকে এগোচ্ছে দেশ

পরিস্থিতি যে উদ্বেগজনক তা আবারও প্রমাণ হয়ে গেল জিএসটি সংগ্রহের ঘাটতিতে। গত কয়েক মাস ধরেই শেয়ার বাজারের পতনে ঘুম উড়েছে ব্যবসায়ীদের। তার সঙ্গে বেড়ে চলা মূদ্রাস্ফীতি আরও সংকটজনক পরিস্থিতি তৈরি করেছে। রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে ঘাটতি। সব মিলিয়ে চরম আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ।

দেশের এই অবস্থার জন্য মোদী সরকারকেই দায়ী করেছে বিরোধীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এই পরিস্থিতির জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন তিনি।

<strong>[আরও পড়ুন:এফআইআর হওয়া উচিত মমতার বিরুদ্ধে! অর্জুনের ওপর হামলায় তৃণমূল নেত্রীকে নিশানা মুকুলের]</strong>[আরও পড়ুন:এফআইআর হওয়া উচিত মমতার বিরুদ্ধে! অর্জুনের ওপর হামলায় তৃণমূল নেত্রীকে নিশানা মুকুলের]

[আরও পড়ুন: আক্রান্ত একের পর এক বিজেপি নেতা! রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা][আরও পড়ুন: আক্রান্ত একের পর এক বিজেপি নেতা! রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা]

English summary
India's gross GST collections has slipped below Rs 1 lakh crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X