For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের আবহে দেশে জিডিপি-র হার বৃদ্ধি ০.৪ শতাংশ

করোনা ভাইরাসের আবহে দেশে জিডিপি-র হার বৃদ্ধি ০.৪ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বৃদ্ধির হার দেখে উচ্ছ্বসিত হয়েছেন অর্থনীতিবিদরা। ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিসের তরফে জানানে হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে ০.৪ শতাংশ জিডিপি বৃদ্ধি হয়েছে। ঠিক এখান থেকেই ভারতীয় অর্থনীতির উত্থান ঘটবে বলে মনে করা হচ্ছে ভারত এবার মন্দার হাত থেকে মুক্তি পাবে বলেও মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

করোনা ভাইরাসের আবহে দেশে জিডিপি-র হার বৃদ্ধি ০.৪ শতাংশ

শুক্রবার স্ট্যাটিসটিকস ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে করোনা ভাইরাসের আবহে ২০২০-২১ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বৃদ্ধির হার -২৪.৪ শতাংশে নেমে গিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে সেই সংখ্যায় পুনরুত্থান ঘটেছিল। তবু জিডিপি বৃদ্ধির হার ছিল -৭.৩ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষের তৃতীয় তথা অক্টোবর-ডিসেম্বর সেই বৃদ্ধির হার ০.৪ শতাংশ গিয়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে।

শুক্রবার স্ট্যাটিসটিকস ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০২০-২১ অর্থবর্ষের প্রথম কোয়ার্টার বা এপ্রিল-জুনে ভারতের জিডিপি-র হার ছিল ২৩.৯ শতাংশ। দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে সেই হার কমে ৭.৫ শতাংশে নেমে এসেছিল। তাই এখন থেকেই ভারতীয় অর্থনীতিতে পুনরুত্থান ঘটবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

English summary
India's gross domestic product grew 0.4% year on year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X