ভারতের সম্ভাব্য জিডিপি বৃদ্ধি কমাল মুডিজ, ৭.৪ থেকে কমে হল ৫.৬ শতাংশ
২০১৮-১৯ আর্থিক বর্ষের ধাক্কার আঁচ গিয়ে পড়তে চলেছে ২০১৯-২০-তেও। ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধি ৭.৪ থেকে এক ধাক্কায় কমিয়ে ৫.৬ শতাংশ করল মুডিজ। গত ৬ বছরে ভারতের আর্থিক বৃদ্ধি সবচেয়ে ধীর গতিতে হচ্ছে বলে দাখানো হয়েছে।

কমানো হল জিডিপি বৃদ্ধি
২০১৮-১৯ আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধি যেতে অনেকটাই কমেছে সেকথা আগেই জানিয়েছিল এসবিআই। সেই সুরেই সুর মেলাল মুডিজ। ৭.৪ থেকে একধাক্কায় জিডিপি গ্রোথ কমিয়ে ৫.৬ করেছে মুডিজ। সেটাও আবার ২০১৯-২০ আর্থিক বর্ষের জন্য। এতোটাই খারাপ অবস্থা দেশের অর্থনীতির। ২০১৮ সালে যেখানে ৭.৪ ছিল জিডিপি বৃদ্ধি সেটা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।

আশা দেখাবে ২০২০
মুডিজ মনে করছে ২০১৯-২০ আর্থিক বর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি বড় ধাক্কা খেলেও ২০২০ সাল থেকে ধীরে ধীরে হাল ফিরবে। ২০২০ সালে জিডিপি বৃদ্ধি ৬.৬ এবং ২০২১ সালের জিডিপি বৃদ্ধি ৬.৭ হবে বলে জানিয়েছে মুডিজ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে ভারতের জিডিপি বৃদ্ধি কমতে শুরু করে। ৮ থেকে ৫ শতাংশ হারে পড়তে শুরু করে জিডিপি বৃদ্ধি। যার পরিনামে দেশে কাজ হারিয়েছেন অনেকে।

বিনিয়োগ কমেছে নজিরবিহীন ভাবে
মুডিজ মনে করছে ভারতের এই আর্থির পরিস্থিতির জন্য দায়ী বিনিয়োগের কম আসা। ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে ভারতে বিনিয়োগ আসার পরিমাণ কমতে শুরু করে। সেকারণে বাজারে চাহিদাও কমতে শুরু করে। চাহিদা কমায় শিল্পক্ষেত্রে উৎপাদনও অনেকটা কমেছে। মুডিজ সে রিপোর্ট দিয়েছে তাতে উদ্বেগ বাড়ছে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে। মোদী সরকারের ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে দেশকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।