For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন পড়ে রইল পিছনেই, অর্থনৈতিক বৃদ্ধির দ্রুততায় বিশ্বসেরা ভারতই

বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশের তালিকায় ভারত সবার উপরে রইল। চিন সেই পিছনেই পড়ে থাকল।

  • |
Google Oneindia Bengali News

উৎপাদন ও কৃষি ক্ষেত্রে দারুণ পারফরম্যান্স করে ১৫টি ত্রৈমাসিক পরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বা জিডিপির হার পৌঁছল ৮.২ শতাংশে। এদিন শুক্রবার সরকারি তথ্য প্রকাশের পর একথা জানা গিয়েছে। যার ফলে বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশের তালিকায় ভারত সবার উপরে রইল। চিন সেই পিছনেই পড়ে থাকল। কারণ চিনের বৃদ্ধির হার ৬.৭ শতাংশ।

চিন পড়ে রইল পিছনেই, অর্থনৈতিক বৃদ্ধির দ্রুততায় সেরা ভারতই

জিডিপি ২০১৮-১৯ সালের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হল ৩৩.৭৪ লক্ষ কোটি টাকা। যা ২০১৭-১৮ সালের শেষ ত্রৈমাসিকে ছিল ৩১.১৮ লক্ষ কোটি টাকা। যার অর্থ বৃদ্ধি হয়েছে ৮.২ শতাংশ হারে।

জিভিএ বা গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির হারও একইসঙ্গে ৮ শতাংশে পৌঁছেছে। ২০১৭-১৮ সালের শেষ ত্রৈমাসিকে যা ছিল ২৯.২৯ লক্ষ কোটি তা ২০১৮-১৯ সালের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ৩১.৬৩ লক্ষ কোটি টাকা।

উৎপাদন সেক্টরে এই ত্রৈমাসিকে রেকর্ড বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি বেড়েছে ১৩.৫ শতাংশ হারে। গতবছরে এই সময়ে এই বৃদ্ধির হার ছিল মাইনাস ১.৮ শতাংশ। কৃষি, বনসৃজন ও মৎস্য চাষের ক্ষেত্রে ৫.৩ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে যা ২০১৭-১৮ সালের প্রথম ত্রৈমাসিকে ছিল ৩ শতাংশ।

English summary
India’s GDP grows assured its position as fastest growing economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X