For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশের প্রথম জঙ্গিই ছিল এক হিন্দু', কমল হাসানের মন্তব্যে নয়া বিতর্ক

'স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু ছিলেন। আর তাঁর নাম নাথুরাম গডসে।' তামিলনাড়ুতে নিজের দলের হয়ে প্রচারের ফাঁকে এমনই বক্তব্য রাখেন কমল হাসান।

  • |
Google Oneindia Bengali News

'স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু ছিলেন। আর তাঁর নাম নাথুরাম গডসে।' তামিলনাড়ুতে নিজের দলের হয়ে প্রচারের ফাঁকে এমনই বক্তব্য রাখেন কমল হাসান। অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা এই জনপ্রিয় নায়কের এমন বক্তব্য ঘিরে রীতিমত বিতর্কের ঝড় উঠেছে ভোট রাজনীতির মধ্যেই।

 তামিলনাড়ুতে কমলের সভা

তামিলনাড়ুতে কমলের সভা

তামিলনাড়ুর করুর জেলার আরবাকুরিচিতে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় প্রচারে যান মক্কাল নিধি মইয়মের নেতা কমল হাসান। আর সেখানে গিয়েই এক বিতর্কিত বক্তব্যের জেরে খবরে উঠে আসেন তিনি।

রবিবার রাতের সভায় কমল

এদিনের সভায় কমল বলেন, 'এটি মুসলিম অধ্যুষিত এলাকা বলে বলছি না। ওরা (বিরোধী) আমায় আক্রমণ করেছিল , কারণ আমি বলেছিলাম ভারতে হিন্দপ কট্টরপন্থা রয়েছে। আমি বলছি স্বাধীন ভারতরে প্রথম জঙ্গিই ছিল একজন হিন্দু। তাঁর নাম নাথুরাম গডসে। সেখান থেকেই সব শুরু। আর আমরা চাইছি এমন এক ভারত ,যা সবার জন্য সমান।

বিশ্লেষণে কমল

বিশ্লেষণে কমল

এদিনের সভায় কমল হাসান বলেন, 'আমি বলেছি সন্ত্রাসবাদ ভুল। হিন্দু বোক বা মুসলিম সমস্ত ধর্মেই হিংসা বরদাস্ত করা হয় না। কোনও ধর্মই হিংসার কথা বলে না।'

English summary
India’s first terrorist was a Hindu says Kaml Hassan , that sparked controversy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X