For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে সর্বপ্রথম : 'ত্বকবিহীন' শিশু জন্ম নিল নাগপুরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৩ জুন : নাগপুরে জন্ম নিল দেশের প্রথম 'হারলেকুইন বেবি'। এটি এক ধরনের বিরল অসুখ। এতে আক্রান্ত হলে শরীরের বাইরের ত্বক থাকে না। বদলে সাদা পুরু আস্তরণে শরীর ঢাকা থাকে। চিকিৎসা পরিভাষায় একে বলে 'হারলেকুইন ইচথায়োসিস'। [দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস']

অমরাবতীর বাসিন্দা ২৩ বছরের এক মহিলা এই মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন নাগপুরের লতা মঙ্গেশকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। [এই বিশালদেহী সদ্যজাতরা জন্মেই রেকর্ড গড়েছে]

ভারতে সর্বপ্রথম : 'ত্বকবিহীন' শিশু জন্ম নিল নাগপুরে

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, জিনগত সমস্যার জন্য এই ধরনের রোগ দেখা দেয়। এটি বিরল রোগ। শরীরের উপরের সাদা বর্মের মতো অংশ বেশ পুরু। শিশুটির কোনও কান নেই, সে জন্মান্ধ। চোখের জায়গায় লাল বলের মতো অংশ রয়েছে। জন্মের সময়ে ওজন হয়েছে ১.২ কিলোগ্রাম। [বিশ্বের সবচেয়ে 'বেশি ওজনের শিশু' জন্ম নিল কর্ণাটকে]

জানা গিয়েছে, এমন বিরল রোগ প্রতি ৩ লক্ষ শিশুর মধ্যে একজনের হতে পারে। তবে ভারতে এই নিয়ে জন্ম নেওয়া এটাই প্রথম শিশু। সাধারণ শিশুদের যেমন চামড়ার নিচে শরীরের অন্য অংশ থাকে, তার বদলে এই শিশুটির শরীর সাদা বর্মের মতো আস্তরণে ঢাকা। নানা জায়গায় ফেটে গিয়ে ভিতরের শিরা-উপশিরা বেরিয়ে পড়েছে। [এক দশকের লড়াই বিফলে, মাথা আলাদা হবে না তেলেঙ্গানার দুই বোনের]

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে কড়া তত্ত্বাবধানে রাখা হয়েছে। শিশুটির শ্বাস-প্রশ্বাসের কোনও অসুবিধা হচ্ছে না। শিশুটির ত্বকের পরিচর্যাতেই এখন মন দিয়েছেন চিকিৎসকেরা।

English summary
India's First 'Harlequin Baby' Born In A Farmer's Family In Nagpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X