For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মের পর ১৯ দিন যেতে না যেতেই সেলিব্রিটি করিশ্মা! সৌজন্যে 'মোদীকেয়ার'

ইতিহাস গড়ল হরিয়ানার ১৯ দিন বয়সী শিশু করিশ্মা। তার মা মৌসুমীই প্রথম আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পেলেন।

  • |
Google Oneindia Bengali News

এই বছর ১৫ আগস্ট জন্ম হয়েছে করিশ্মার। আর ১৯ দিন যেতে না যেতেই হরিয়ানার কার্নালের পুঁচকে মেয়েটি রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠল। নরেন্দ্র মোদী সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প 'আয়ুষ্মান ভারত যোজনা'র প্রথম সুবিধা পেলেন করিশ্মার মা মৌসুমী। কার্নালের কল্পনা চাওলা সপকারি হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে তিনি করিশ্মার জন্ম দিয়েছিলেন।

মোদীকেয়ার-এর সৌজন্য়ে ১৯ দিন বয়সেই সেলিব্রিটি

হাসপাতালে তাঁর ৯০০০ টাকা বিল হয়েছিল এর সবটাই আয়ুষ্মান ভারত যোজনায় পেয়ে গিয়েছেন মৌসুমী। এতে অত্যন্ত খুশি মৌসুমা জানিয়েছেন, 'এই প্রকল্পটি সত্যিই খুব ভাল।' আয়ুষ্মান ভারত যোজনার আওতায় প্রথম জন্মানো শিশু হিসেবে করিশ্মা একেবারে সেলিব্রিটি স্ট্যাটাস পাচ্ছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহারলাল খট্টর জানিয়েছেন এক সিজারিয়ান শিশুর জন্মের জন্য প্রথমবারের মতো এই প্রকল্প ব্যবহৃত হওয়াটা খুবই উৎসাহব্যাঞ্জক।

আয়ুষ্মান ভারত অবশ্য বেশি পরিচিত মোদীকেয়ার নামেই। এবছরের বাজেট পেশের সময়ই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। সোশিও-ইকোনমিক কাস্ট সেন্সাসের তথ্যভান্ডারের ভিত্তিতে ১০ কোটিরও বেশই গরীব মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে এই প্রকল্পে। এর আওতায় পরিবার পিছু হাসপাতাল খরচা বাবদ ৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য মিলবে।

চলতি বছরের ১৫ আগস্টই হরিয়ানায় খট্টর সরকার আয়ুষ্মান ভারত যোজনা চালু করে। কেনদ্রীয় সরকারে দাবি ২৯টি রাজ্য ও কেন্দ্রসাসিত অঞ্চল এই প্রকল্প চালু করতে রাজি হয়েছে। বেঁকে বসেছে শুধু ওড়িশা ও দিল্লি। রাজ্যদুটি তাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প ভিন্ন আর কোনও প্রকল্পে আগ্রহী নয়।

English summary
19-day old Hariyana baby Karishma has made a history. Her Mother Mousumi has become the first beneficiary of Ayushman Bharat scheme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X