গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দেশে ১৪,৮৯৪ জন, একনজরে ভারতের পরিসংখ্যান
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যার তালিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যোগ হয়েছে ১৪,৮৪৯ জনের নাম। করোনায় মোট আক্রান্তের সংখ্যা দেশে এখন ১০৬৫৪৫৩৩ জন।

করোনায় আক্রান্তের সংখ্যার মধ্যে দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৮৪৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ১৫, ৯৪৮ জন। যে সংখ্যাটা গত ২৪ ঘণ্টার হিসাবে আক্রান্তের থেকে বেশি। দেশে মোট করোনা মুক্তের সংখ্যা ১৫৩৩৩৯। মোট করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৫,৮২,২০১ জনকে।
এদিকে, শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৬, ৩৯, ৬৮৪। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪, ২৫৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১,৮৫, ৬৬২। শনিবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৭, ১৩০ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬. ৮২ %-এ। মৃত্যুর হার ১.৪৪%। শনিবারের রিপোর্ট বলছে, আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৮, ৩৭, ০৯৫ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।
