For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিসেম্বরেই ভারতে আসছে করোনা ভ্যাকসিন, কত খরচ হবে টীকা নিতে জেনে নিন

ডিসেম্বরেই ভারতে আসছে করোনা ভ্যাকসিন, কত খরচ হবে টীকা নিতে জেনে নিন

Google Oneindia Bengali News

ভ্যাকসিনের প্রতিযোগিতা শুরু। ডিসেম্বরেই ভারতের বাজারে করোনা ভ্যাকসিন আনার দাবি করল চিনের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা। সাইনো ফার্মা নামে ওই সংস্থা জানিয়েছে ভারতের বাজারে এই টীকা নিতে হলে খরচ করতে হবে হাজার দশের টাকা। অর্থাৎ এক একটি ভ্যাকসিনের দাম পড়বে ১০,০০০ টাকা।

ডিসেম্বরেই আসছে করোনা টীকা

ডিসেম্বরেই আসছে করোনা টীকা

ডিসেম্বরেই ভারতে চলে আসছে করোনা ভাইরাসের টীকা। এমনই দাবি করেছে সাইনো ফার্মা নামে এক চিনা ওষুধ কোম্পানি। কয়েকদিন আগেই চিন সরকার করোনা টীকার অনুমোদন দিয়েছে। তার পেটেন্ট পেয়েছে এই সাইনো ফার্মা। তারাই তৈরি করছে এই টিকা।

 টীকার দাম কত

টীকার দাম কত

চিনে এক একটি করোনা টীকার জন্য ১০০০ ইয়ান খরচ হচ্ছে। ভারতে সেই টীকার জন্য খরচ করতে হবে ১০,০০০ টাকা। অর্থাৎ এক একটি করোনা টীকার জন্য ১০,০০০ টাকা খরচ করতে হবে। ২টি টীকা নিলে ১০০শতাংশ সুরক্ষিত থাকবেন এক জন ব্যক্তি। অর্থাৎ চিনা টীকায় নিজেকে সুরক্ষিত করতে হলে এক এক জনকে ২০,০০০ টাকা খরচ করতে হবে।

রাশিয়ান টীকা

রাশিয়ান টীকা

এরই মধ্যে আবার রাশিয়ার টীকাও ভারতে তৈরির ইঙ্গিত মিলেেছ। ভারতের টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ডিরেক্ট ইনফেস্চমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রিভ জানিয়েছেন ভারতেও স্পুৎনিকের উৎপাদন করতে চায় রাশিয়া। কারণ প্রথম থেকেই এই করোনা ভ্যাকসিন নিয়ে আগ্রহ দেখিয়েছিল ভারত।

অক্সফোর্ড টীকার ট্রায়াল শুরু

অক্সফোর্ড টীকার ট্রায়াল শুরু

এরই মধ্যে আবার অক্সফোর্ডের করোনা টীকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল রান শুরু হয়েছে ভারতে। সব ঠিক থাকলে ২০২১-সালের মধ্যে অক্সফোর্ডের করোনা টীকা হাতে আসবে ভারতের।

English summary
India's Coronavirus Vaccine will be ready dy December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X