For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ৪০ দিন বাদে দৈনিক আক্রান্ত ২ লাখের নিচে, স্বস্তি ফিরছে নয়া করোনা গ্রাফে

Google Oneindia Bengali News

গোটা দেশ জুড়ে করোনা রুখতে একাধিক বিধি নিষেধ ও মানুষের সতর্কতার ফল সম্ভবত এবার দেশ পেতে শুরু করেছে। করোনার মারণ দ্বিতীয় স্রোতের তাণ্ডবের পর শেষমেশ কমতির দিকে দেশের করোনা গ্রাফ। বহুদিন বাদে এদিন ভারতে করোনার জেরে ২ লাখের নিচে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা ।

 ২৫ মের করোনা পরিসংখ্যান

২৫ মের করোনা পরিসংখ্যান

ভারতে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এদিন ১,৯৬,৪২৭ জনের দেহে নকুন করে সংক্রমণের চিহ্ন মিলেছে। দৈনিক হিসাবে দেখা যাচ্ছে , গত একদিনে ৩,২৬,৮৫০ জন সুস্থ হয়েছেন করোনা থেকে। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৫১১।

অ্যাক্টিভ কেস কমছে

অ্যাক্টিভ কেস কমছে

ধীরে ধীরে দেশে অ্যাক্টিভ কেস কমতে শুরু করেছে। এদিনের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে ২৫,৮৬,৭৮২ টি অ্যাক্টিভ কেস রয়েছে দেশে। যা আগের তুলনায় অনেকটাই কম। ফলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে এই পরিসংখ্যানের জেরে।

 করোনা রোগী ও ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক

করোনা রোগী ও ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক

এইমসের চিকিৎস রণদীপ গুলেরিয়ার মতে দেশে করোনার পর বহু রোগীর দেহে যে ব্ল্যাক, হোয়াইট বা ইয়েলো ফাঙ্গাস দেখা যাচ্ছে , তাকে রঙের ভিত্তিতে ভাগ না করে, তার চিকিৎসা নিয়ে আলোচনা জরুরি। ফাঙ্গাসের রঙের ভিত্তিতে ভাগের আলোচনা হলে, তা বিভ্রান্তি বাড়াচ্ছে। তাঁর মতে একজন কোভিড রোগীকে তাঁর সুস্থতার পর ৪ থেকে ১২ সপ্তাহ যত্নে রাখা উচিত।

৪০ দিন পর স্বস্তি ফিরছে!

৪০ দিন পর স্বস্তি ফিরছে!

প্রসঙ্গত, ২০২১ সালে ১৪ এপ্রিল দেশে সংক্রমিতের সংখ্যা ১.৮৪ লাখ ছিল। তারপর থেকে গ্রাফ ক্রমাগত চড়েছে । এরপর দৈনিক ৪ লাখের ঘর পার করে ধীরে ধীরে দেশের দৈনিক কোভিড গ্রাফ নামতে শুরু করে দেয়। দেখা যায়, এপ্রিলের ১৪ এর পর ফের মে মাসের ২৫ তারিখ দেশে করোনার জেরে ১.৯৬,৪২৭ জন রয়েছেন দৈনিক আক্রান্তের তালিকায়।

English summary
India's Coronavirus tally update news in India on 25 May in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X