For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত পার করল করোনা সংক্রমণে ২৮ লাখের গণ্ডি, কিছু পরিসংখ্যান একনজরে

  • |
Google Oneindia Bengali News

২০২০ সাল ক্রমেই অভিশপ্ত হয়ে উঠছে। করোনার দানবীয় থাবায় গোটা দেশ তথা পৃথিবী। এই বছরে মার্চ মাস থেকে যে করোনার প্রবল দংশন শুরু হয়েছে , তা এখনও পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। এদিন করোনার জেরে ভারত পার করল ২৮ লাখের গণ্ডি।

ভারত পার করল করোনা সংক্রমণে ২৮ লাখের গণ্ডি, কিছু পরিসংখ্য়ান একনজরে

ভারতে এই মুহূর্তে করোনার জেরে আক্রান্তের সংখ্যা ২৮,২১ ১৩০ জন। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে সেখানে ৬২৮৬৪২ জন আক্রান্ত। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩৫৫৪৪৯ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছেন ৩১৬০০৩ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ২৪০ ৯৮৪ জন। এরপরই রয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গ। বাংলায় করোনার মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯২২ জন। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃতের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ২১ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন।

এদিকে, আজ দেশের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪,৫০০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭,৬৭,২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০৯২ জন। প্রায় ২০০০ জনের মৃত্যু হয়েছে একদিনে। যা যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

আশার আলো বলতে, ডিসেম্বরেই আসছে করোনা ভাইরাসের টীকা। এমনই দাবি করেছে চিনের ওষুধ প্রস্তুতকারক সংস্থা। সেই টীকা নিতে ভারতীয় দের জনপ্রতি খরচ করতে হবে ১০,০০০ টাকা। দুটো ডোজ নিলে তবেই সুরক্ষিত হবেন তাঁরা অর্থাৎ এক এক জনকে ২০,০০০ টাকা করে খরচ করতে হবে করোনা টীকার জন্য।

English summary
India's Coronavirus tally says it has crossed 28 lakh on 19 August 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X