For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীঘ্রই চিনকে ছাড়িয়ে যাবে ভারত! গত ২৪ ঘণ্টার করোনা পরিসংখ্যানে উঠে এল কোন তথ্য?

Google Oneindia Bengali News

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৮১ হাজার ৯০০। গত ২৪ ঘণ্টায় দেশে আরও প্রায় ৪ হাজার আক্রান্ত হয়েছে। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪৯-এ। জানা গিয়েছে, ১১টি রাজ্যের ১০ হাজার সংক্রমণ এই সংখ্যা বাড়িয়ে দিয়েছে। গত ৪৮ ঘণ্টার হিসেবে এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

সংক্রমণের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র

সংক্রমণের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র

এখনও সংক্রমণের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেরাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গত একদিনে প্রায় ১৬০২ জন সংক্রমিত ওই রাজ্যে। মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১৬০০ জনের। শুধু মুম্বইতেই করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭০০ ছাড়িয়েছে। সেখানে মৃতের সংখ্যা ৬২১। এই আবহে মহারাষ্ট্রের রেডজোনগুলিতে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর মিলছে।

পরিস্থিতি খারাপ হচ্ছে তামিলনাড়ুর

পরিস্থিতি খারাপ হচ্ছে তামিলনাড়ুর

এদিকে মহারাষ্ট্রের পরেই আছে তামিলনাড়ু। মোট সংক্রমিত ৯৬৭৪। রাজ্য দফতরের হিসেব বলছে আক্রান্তদের মধ্যে অন্তত চার হাজার জন বাইরের কোনও দেশ থেকে অথবা ভিন রাজ্য থেকে সংক্রমণ নিয়েই ঢুকেছিলেন।

তামিলনাড়ুতে বাড়তে পারে লকডাউন

তামিলনাড়ুতে বাড়তে পারে লকডাউন

এই পরিস্থিতিতে তামিলনাড়ুর বাকি কয়েকটা জায়গায় নিয়ম শিথিল হলেও, চেন্নাইয়ে এখনও কঠোর লকডাউন পালিত হচ্ছে। একই কড়াকড়ি দেখা যাচ্ছে কোয়াম্বাতোর এবং মাদুরাই শহরে। এই কয়েকটি শহর ছাড়া রাজ্যের বাকি জায়গাগুলিতে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলার অনুমতি মিলেছে। খুলেছে সরকারি এবং বেসরকারি অফিসও। ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে সে সব জায়গায়।

গুজরাতে সংক্রমিত ৯৫৯২ জন

গুজরাতে সংক্রমিত ৯৫৯২ জন

এদিকে গুজরাতে সংক্রমিত ৯৫৯২ জন। এছাড়া দিল্লিতে ৮ হাজার ৪৭০ জনের শরীরে ছাড়িয়েছে এই মারণ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন ৪৭২টি সংক্রমণ মিলেছে। দিল্লিতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,০৪৫ জন। মৃত ১১৫ জন।

চতুর্থ দফার লকডাউনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী

চতুর্থ দফার লকডাউনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী

অপরদিকে, মঙ্গলবার দেওয়া জাতির উদ্দেশে ভাষণে চতুর্থ দফার লকডাউনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও, সেই লকডাউন কার্যকরী অনেক ক্ষেত্রেই শিথিলতা আসবে, এমন ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।

'কলকাতায় কেউ ফিরতে চাইছেন না, এটা বিশ্বাসযোগ্য?', বন্দে ভারত নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা 'কলকাতায় কেউ ফিরতে চাইছেন না, এটা বিশ্বাসযোগ্য?', বন্দে ভারত নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা

English summary
india's Coronavirus tally reaches 81900 as death toll rises to 2649
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X