For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো ২০২০-র সময় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা কোথায় পৌঁছবে! হাড়হিম করা তথ্য নয়া সমীক্ষায়

দুর্গাপুজো ২০২০-র সময় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা কোথায় পৌঁছবে! হাড়হিম করা তথ্য নয়া সমীক্ষায়

  • |
Google Oneindia Bengali News

অন্যান্য বছরে এই সময়টায় প্রায় পুজোর কেনাকাটা শেষের মুখে থাকে। গড়িয়াহাট থেকে নিউমার্কেটে চড়া রোদের মধ্যেই পুজোর শপিং এ মেতে ওঠে বাঙালি। শুরু হয়ে যায় প্যান্ডেল হপিং এর প্ল্যান। প্যান্ডেলের বাঁশের কাঠামো ঘিরে পাড়ায় পাড়ায় বেশ তৎপরতা থাকে। এই সমস্ত চেনা ছবি ২০২০ সালে উধাও। সৌজন্যে 'করোনাসুর'! আর সেই করোনার দাপট মা দুর্গার আগমনকালে কোথায় গিয়ে পৌঁছবে ভারতে , তা নিয়ে নয়া সমীক্ষার রিপোর্ট দিল হায়দরাবাদের বিটস পিলানি।

 শাস্ত্র থেকে স্বাস্থ্যবিধি মেনে পুজো

শাস্ত্র থেকে স্বাস্থ্যবিধি মেনে পুজো

এবারের দুর্গাপুজো বাঙালির কাছে বড় চ্যালেঞ্জ! একদিকে যেমন শাস্ত্র বিধি মেনে মায়ের আগমনের আচার অনুষ্ঠান করতে হবে, অন্যদিকে, তেমনই করোনার জেরে স্বাস্থ্যবিধিও মানতে হবে। সবমিলিয়ে করোনা পরিস্থিতির জেরে এবারের পুজো বাঙালির কাছে এক কঠিন পরীক্ষা নিয়ে আসছে।

 পিলানির সমীক্ষা

পিলানির সমীক্ষা

ক্রমেই দেশে করোনার আক্রান্তের দৈনিক সংখ্যা বেড়ে চলেছে। করোনায় এদিনও ৯৬ হাজার ছাড়িয়েছে দৈনিক সংখ্যার গণ্ডি। আর বিটস পিলানি ,হায়দরাবাদের সমীক্ষা বলছে পুজোর আগেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতে আক্রান্ত হবেন মোট ৭০ লাখ মানুষ। ফলে এরপর দুর্গাপুজোর সময় মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা।

ভাঙবে বহু রেকর্ড!

ভাঙবে বহু রেকর্ড!

করোনার জেরে আগামী দিনে বিশ্বের বড় রেকর্ড ভেঙে ভারত আমেরিকাকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা পিলানির বিশেষজ্ঞদের। তাঁদের দাবি, বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিয়ে তালিকার শীর্ষে সম্ভবত অক্টোবরেই পৌঁছবে ভারত। আর সেই সময়ই ভারতে উৎসবের সূর্য মধ্যগগনে থাকবে।

দুর্গাপুজো ২০২০ সালের নির্ঘণ্ট একনজরে, অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজোর সময়-ক্ষণ দেখে নিনদুর্গাপুজো ২০২০ সালের নির্ঘণ্ট একনজরে, অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজোর সময়-ক্ষণ দেখে নিন

ভারতের করোনা পরিস্থিতি

ভারতের করোনা পরিস্থিতি

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৪৫ লক্ষের বেশি। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৪৫, ৬২, ৪১৫ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯, ৪৩, ৪৮০ লক্ষের বেশি। এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৫.৪২ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭০, ৮৮০ জনের বেশি। সারা দেশে সুস্থতার হার ৭৭.৬৫ শতাংশ। বৃহস্পতিবার যা ছিল ৭৭.৭৭ শতাংশ।

দুর্গাপুজো ২০২০: মা দুর্গার আগমন আর গমন এবছর কিসে! শাস্ত্র মতে কোন প্রভাব পড়তে চলেছে বিশ্বেদুর্গাপুজো ২০২০: মা দুর্গার আগমন আর গমন এবছর কিসে! শাস্ত্র মতে কোন প্রভাব পড়তে চলেছে বিশ্বে

English summary
India's Coronavirus situation, by October there will be 7 million COVID-19 cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X