For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা : ১ দিনে ভারতে ১ লাখ টেস্ট হবে! গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে কোন আশার আলো স্বাস্থ্যমন্ত্রীর

করোনা : ১ দিনে ভারতে ১ লাখ টেস্ট হবে! গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে কোন আশার আলো স্বাস্থ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

করোনার দংশন ঠেকাতে ভারতে টেস্টিং এর পরিমাণ বাড়ানোর উপর জোর প্রথম থেকেই দেওয়া হচ্ছিল। এবার তা নিয়ে মুখ খুলে, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়ে দেন যে ভারতে এবার থেকে একদিনে ১ লাখ টেস্ট হবে করোনার জন্য। এমন পরিস্থিতিতে ভারতে গত ২৪ ঘণ্টায় কী পরিস্থিতি হয়েছে, তা দেখে নেওয়া যাক।

করোনা ও গত ২৪ ঘণ্টার পরিস্থিতি

করোনা ও গত ২৪ ঘণ্টার পরিস্থিতি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৩৫২৫ জনের দেহে মিলেছে করোনার নতুন করে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ২৮১ জন।

 সুস্থতার সংখ্যা

সুস্থতার সংখ্যা

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৪৩৮৬ জন। অন্যদিকে, মৃতের সংখ্যা ২৪১৫ জন। উল্লেখ্য, করোনার জেরে নতুন করে আক্রান্তের পরিসংখ্যানের অনুপাত বাড়তে থাকায় সুস্থতার আনুপাতিক হার অনেকটাই কম।

আশার আলো

আশার আলো

করোনার সাম্প্রতিক পরিস্থিতিতে দেশে প্রতিদিন এক লাখের মতো টেস্ট করার বার্তা দিয়ে করোনা মোকাবিলায় ভারতে কার্যত এক আশার আলো দেখিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বার্তা ৩৫২ টি সরকারি ও ও ১৪০ টি প্রাইভেট ল্যাবোরেটারি দিয়ে এই কাজ চলছে।

 কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সুখবর

কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সুখবর

দেশের ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘণ্টায় একটিও করোনা আক্রান্তের খবর মেলেনি। এদিন একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রশসিত অঞ্চলের এই পরিসংখ্যান ঘিরে নিঃসন্দেহে আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

সিপিএমের 'মেয়র’কেই প্রশাসক বাছতে চলেছেন মমতা! পদ নিয়ে দোলাচলে আলিমুদ্দিন স্ট্রিটসিপিএমের 'মেয়র’কেই প্রশাসক বাছতে চলেছেন মমতা! পদ নিয়ে দোলাচলে আলিমুদ্দিন স্ট্রিট

English summary
india's Coronavirus news update, 3,525 Cases Recorded Across India in Past 24 Hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X