For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোস্ট অফিসেই ব্যাঙ্কিং পরিষেবা! ২০২২-এর বাজেট নয়া উদ্যোগ অর্থমন্ত্রী সীতারামনের

পোস্ট অফিসেই ব্যাঙ্কিং পরিষেবা! ২০২২-এর বাজেট নয়া উদ্যোগ অর্থমন্ত্রী সীতারামনের

  • |
Google Oneindia Bengali News

এবার আর ব্যাঙ্কিং পরিষেবা পেতে ব্যাঙ্কে যেতে হবে না। দু-পা দূরে পোস্ট অফিসেই মিলবে সেই পরিষেবা। ২০২২-এর বাজেট বক্তৃতায় আর্থিক অন্তর্ভুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেইমতো তিনি ঘোষণা করলেন, এ বছর সব ডাকঘরকে কোর ব্যাংকিং সিস্টেমে আনা হবে। গ্রাহকরা তার মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা পাবে।

পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ের আওতায়

পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ের আওতায়

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন, পোস্ট অফিসের অ্যাকাউন্টধারীরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন লেনদেন করতে পারবেন। এমনকী অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে সক্ষম হবেন তাঁরা। এবার বাজেটে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। সেইমতো পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

১.৫ লক্ষ পোস্ট অফিস হবে ব্যাঙ্ক!

১.৫ লক্ষ পোস্ট অফিস হবে ব্যাঙ্ক!

অর্থমন্ত্রী নিরর্মলা সীতারামন বলেন, ভারতে মোট ১.৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে। এই ১.৫ লক্ষ পোস্ট অফিস বা ডাকঘরকে মূল ব্যাঙ্কিং সিস্টেমের অধীনে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি আর্থিক অন্তর্ভুক্তি, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএমগুলির মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্সেসে সক্ষম হবে। পোস্ট অফিস অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে অনলাইনে তহবিল স্থানান্তরও করা যাবে। এটি বিশেষত সহায়ক হবে গ্রামীণ এলাকায় কৃষক এবং প্রবীণ নাগরিকদের জন্য।

পোস্ট অফিসগুলির পরিকাঠামো উন্নতি

পোস্ট অফিসগুলির পরিকাঠামো উন্নতি

বিশেষজ্ঞরা মনে করছে, এটা আমজনতার জন্য সুখবরই বলা যায়। পোস্ট অফিস থেকে ব্যাঙ্কির পরিষেবা পেলে মানুষ অনেকটাই উপকৃত হবেন। এর ফলে ব্যাঙ্কের ঝক্কিও কমবে। সেইসঙ্গে পোস্ট অফিসগুলির পরিকাঠামো উন্নতিও হবে। মঙ্গলবার ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারাম এই ঘোষণায় আশ্বস্ত করেছেন সাধারণ গ্রাহকদের।

প্রত্যন্ত এলাকাগুলিতেও ডিজিটাল ব্যাঙ্কিং

প্রত্যন্ত এলাকাগুলিতেও ডিজিটাল ব্যাঙ্কিং

অর্থমন্ত্রীর ঘোষণামতো পোস্ট অফিসগুলিতে তাকবে এটিএম ব্যবস্থা। যে সমস্ত পরিষেবা ব্যাঙ্কে পাওয়া যায়, তার সবটাই পাওয়া যাবে পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিস ব্যাঙ্কিংয়ের পাশাপাশি ডিজিটাল ব্যাঙ্কিংয়েও জোর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকাগুলিতেও মিলবে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা। পোস্ট অফিসের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা লাভ করবেন মধ্যবিত্তরা।

পোস্ট অফিসও হচ্ছে ব্যাঙ্কের মতো শক্তিশালী

পোস্ট অফিসও হচ্ছে ব্যাঙ্কের মতো শক্তিশালী

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন বলেন, চলতি বছর দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে ৭৫টি প্রত্যন্ত এলাকায় ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট খুলবে। প্রসঙ্গত এতদিন পর্যন্ত পোস্ট অফিসগুলিতে বিভিন্নভাবে টাকা জমানো যেত। সেই পরিকাঠামোর পাশাপাশি প্রয়োজনে সেই টাকা পাঠানো যেত অন্যত্র। স্বল্প সূদে ঋণও নেওয়া যেত পোস্ট অফিস বা ডাকঘর থেকে। তবে ব্যাঙ্কের মতো অর্থ-পরিষেবা দিতে পারত না পোস্ট অফিস বা ডাকঘর। এবার সেই দুয়ার খুলে গেল পোস্ট অফিসে। পোস্ট অফিসও আদতে ব্যাঙ্কের মতো শক্তিশালী হয়ে উঠল এবার বাজেটে। নির্মলা সীতারামন জানিয়েছেন, পোস্ট অফিসগুলির পরিকাঠামো আরও উন্নতি করে পরিষেবা চালু হবে।

English summary
India’s all post offices to be brought under core banking system, FM announces in Budget 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X