For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া থেকে পরমাণু অস্ত্র সজ্জিত সাবমেরিন আনছে ভারত, সম্পন্ন চুক্তি

একদিকে যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন ভারতীয় নৌসেনার জন্য এল সুখবর। এদিন পরমাণু অস্ত্রের ক্ষমতা সম্পন্ন সাবমেরিন নিয়ে রাশিয়ার সঙ্গে ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে ফেলল ভারত।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন ভারতীয় নৌসেনার জন্য এল সুখবর। এদিন পরমাণু অস্ত্রের ক্ষমতা সম্পন্ন সাবমেরিন নিয়ে রাশিয়ার সঙ্গে ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে ফেলল ভারত।

রাশিয়া থেকে পরমাণু অস্ত্র সজ্জিত সাবমেরিন আনছে ভারত

আকুলা শ্রেণির এই সাবমেরিন নিয়ে দশ বছরের জন্য রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয়েছে। দাম ও অন্যান্য বিষয়ে মাসখানেক ধরে আলোচনার পর এদিন চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

এই চুক্তি মোতাবেক, রাশিয়া ভারতকে চক্র ৩ নামে সাবমেরিন সরবরাহ করবে ২০২৫ সালের মধ্যে। চক্র ৩ হল তৃতীয় সাবমেরিন যা রাশিয়ার থেকে লিজে নিচ্ছে ভারতীয় নৌসেনা।

১৯৮৮ সালে প্রথম সাবমেরিন আইএনএস চক্র তিন বছরের লিজে নেওয়া হয় রাশিয়া থেকে। ২০১২ সালে ১০ বছরের জন্য আইএনএস চক্র ভারতে দেয় রাশিয়া।

ভারতীয় উপমহাদেশের সামুদ্রিক অঞ্চলে চিনের দাপাদাপিকে কিছুটা বন্ধ করতেই ভারত নৌসেনাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারতের কাছে ১৪টি সাবমেরিন রয়েছে। এছাড়া পরমাণু ক্ষমতাসম্পন্ন ও ক্ষেপণাস্ত্র সম্পন্ন সাবমেরিনও ভারতের হাতে রয়েছে।

English summary
India, Russia sign USD 3 billion deal for nuclear-powered attack submarine Chakra III
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X