For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে ফের দ্রুততম উন্নয়নশীল দেশের 'ট্যাগ' দিল বিশ্বব্যাঙ্ক, স্বস্তিতে মোদী সরকার

আগামী লোকসভা ভোটের আগে ফের একবার স্বস্তির খবর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জন্য।

  • |
Google Oneindia Bengali News

আগামী লোকসভা ভোটের আগে ফের একবার স্বস্তির খবর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জন্য। সোমবার কেন্দ্রের রিপোর্টে উঠে এসেছে জিডিপি বৃদ্ধির সন্তোষজনক রিপোর্টের কথা। জানা গিয়েছে গত বছরের ৬.৭ শতাংশ বৃদ্ধিকে ছাপিয়ে এবছর ৭.২ শতাংশ হারে বৃদ্ধি হবে। আর এদিন বিশ্বব্যাঙ্কের রিপোর্টও স্বস্তিতে রাখল কেন্দ্র সরকারকে। জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে ৭.৫ শতাংশ হারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হবে।

ফের শীর্ষে ভারত

ফের শীর্ষে ভারত

ফলে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতির দেশের শিরোপা ফের একবার ধরে রাখল ভারতই। বেশ কয়েকবছর ধরে ভারত এই শিরোপা ধরে রেখেছে। যেখানে বিশ্বের অন্য বড় অর্থনীতির দেশে মন্দার প্রভাব দেখা গিয়েছে।

বিশ্বব্যাঙ্কের রিপোর্ট

বিশ্বব্যাঙ্কের রিপোর্ট

বিশ্বব্যাঙ্কের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ায় আসন্ন নির্বাচনের কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। যা অর্থনীতিতে নিশ্চিতভাবেই প্রভাব ফেলতে পারে।

ইতিবাচক আভাস

ইতিবাচক আভাস

পাশাপাশি বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে সামগ্রিকভাবে আগামী অর্থবর্ষ বিশেষ ভালো হবে না বলেই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আগের অর্থবর্ষে যেখানে আর্থিক বৃদ্ধি ৩ শতাংশ হারে হবে বলে ঘোষণা করা হয়েছিল, সেখানে আগামী অর্থবর্ষে তা নেমে ২.৯ শতাংশ হারে হবে বলে ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর তা ২.৮ শতাংশ হারে হবে বলেও আশঙ্কার কথা শোনানো হয়েছে।

সরকারের পদক্ষেপে সাফল্য

সরকারের পদক্ষেপে সাফল্য

সাম্প্রতিক সময়ে নীতি সংষ্কার সহ নানা উল্লেখযোগ্য পদক্ষেপ কেন্দ্র সরকার করেছে। ফলে ভারতের বৃদ্ধি বাড়ার কারণ হিসাবে সেগুলিকেই অনুঘটক হিসাবে ব্যাখ্যা করেছে বিশ্বব্যাঙ্ক। যার ফলে শুধু আগামী অর্থবর্ষেই নয়, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবর্ষেও ৭.৫ শতাংশ বৃদ্ধির হার বজায় থাকবে বলে আভাস দেওয়া হয়েছে। গত অক্টোবরে আইএমএফ ৭.৪ শতাংশ হারে বৃদ্ধির কথা বলেছিল। তার তুলনায় বিশ্বব্যাঙ্কের রিপোর্ট সামান্য এগিয়ে রেখেছে ভারতকে।

চিন-পাকিস্তান পিছনে

চিন-পাকিস্তান পিছনে

চিনের বৃদ্ধি গতবছরে ৬.৫ শতাংশ হারে হয়েছে। এবছরে ৬.২ শতাংশ হারে হয়েছে এবং ২০২১ সালে ৬ শতাংশ হারে হবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক। এছাড়া পাকিস্তানের অর্থনীতি গতবছরে ৫.৮ শতাংশ হারে বাড়ছিল। তা এই অর্থবর্ষে কমে ৩.৭ শতাংশে এসে ঠেকবে। ২০১৯-২০ সালে তার বৃদ্ধি ৪.৮ শতাংশের কাছে থাকতে পারে। বাংলাদেশের আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ হারে হচ্ছে বলেও জানানো হয়েছে।

English summary
India to retain status as fastest growing economy in 2019-20, says World Bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X