For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের আমলার মিথ্যাচার ভারত-পাক সম্পর্ক নিয়ে! পর্দাফাঁস করল দিল্লি

পাকিস্তানের আমলার মিথ্যাচার ভারত-পাক সম্পর্ক নিয়ে! পর্দাফাঁস করল দিল্লি

  • |
Google Oneindia Bengali News

মোইদ ইউসুফ। পাকিস্তানের রাজনীতিতে যাঁর নাম এই মুহূর্তে ব্যাপকভাবে চর্চিত হয়েছে। গিলগিটকে প্রভিন্স করার নেপথ্য়ে আসল ভাবনার জনক এই মোইদ মূলত ইমরানের পরামর্শদাতা। তিনিই কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দাবি করেন যে ভারত , পাকিস্তানের সঙ্গে কথা বলতে চেয়ে বার্তা পাঠিয়েছে। যে বক্তব্য নিয়ে মুখ খুলেছে দিল্লি।

মোইদের বক্তব্য ভারতকে নিয়ে

মোইদের বক্তব্য ভারতকে নিয়ে

বিখ্যাত সাংবাদিক করণ থাপরের সঙ্গে একটি সাক্ষাৎকারে পাকিস্তানে ইমরানের উপদেষ্ট মোইদ ইউসুফ জানিয়েছেন, ভারত আলোচনা করার একচি সুপ্ত বার্তা পাকিস্তানকে দিয়েছে। তবে আলোচনা কিভাবে হবে, তা নিয়ে কোনও কংক্রিট বক্তব্য রাখেনি ভারত। যদিও মোইদ ইউসুফের এই বক্তব্য নিয়ে দিল্লি এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

'আকাশ কুসুম ভাবনা' পাল্টা বারতের বার্তা

'আকাশ কুসুম ভাবনা' পাল্টা বারতের বার্তা

' এই মেসেজ নিয়ে যদি কথা হয়, তাহলে বলব আমাদের পক্ষ থেকে কোনও মেসেজ পাঠানো হয়নি।' এদিন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানান গোটা মেসেজের পর্বটিই আকাশ কুসুম ভাবনা।

 ভারতের তোপ পাকিস্তানকে

ভারতের তোপ পাকিস্তানকে

এদিন বারত পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে জানিয়েছে, সেদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খুবই খারাপ। আর তা থেকে মানুষের নজর ঘোরাতে ভারতের ওপর যাবতীয় দোষ চাপিয়ে সরকারে থেকে দায়িত্ব এড়াচ্ছে পাকিস্তান। মোইদের বার্তা ইমরান প্রশাসনের দোষ ঢাকার নামান্তর বলে ইঙ্গিত করেন শ্রীবাস্তব।

পাকিস্তানের সন্ত্রাস ও ভারত বিরোধিতা

পাকিস্তানের সন্ত্রাস ও ভারত বিরোধিতা

এদিন অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তান অনবরত ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক ও অপামনসূচক বক্তব্য রাখছে। ভারতে হিংসা নিয়ে বারবার উস্কানি এসেছে পাকিস্কানের সীমান্ত থেকে। যারপর আর দুই দেশের মধ্যে প্রতিবেশী হিসাবে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় না।

লাদাখ আর কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, বেজিংকে ফের স্মরণ করিয়ে কড়া বার্তা ভারতের লাদাখ আর কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, বেজিংকে ফের স্মরণ করিয়ে কড়া বার্তা ভারতের

English summary
India responds to Pakistan's Moyeed yusuf's meesege on talks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X