For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে ফের তুলোধনা ভারতের! এবার প্রসঙ্গ রাষ্ট্রপতির বিমানের জন্য আকাশ সীমার অনুমতি

পাকিস্তানকে ফের তুলোধনা ভারতের!

  • |
Google Oneindia Bengali News

'.. ভিভিআইপি স্পেশ্যাল ফ্লাইটের অনুমতি অন্য যেকোনও স্বাভাবিক দেশ দিয়ে থাকে.. 'ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে ফের নিশানা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানের অনুমতি প্রসঙ্গে জবাব দিয়েছে ভারত। প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান সফরের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল ভারত। মূলত ভিভিআইপি বিমান সফরের ক্ষেত্রে যেকোনও দেশ অন্য দেশকে এই আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। তবে, পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গে গোটা বিশ্বের কাছে কোণঠাসা হওয়ার পর , এই অনুমতি না দেওয়ার বার্তা দেয়। এরপরই তোপ দাগে ভারত।

ভারতের তরফে যা জানানো হয়েছে

ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের রাষ্ট্রপতির বিমান সফরে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য পাকিস্তান সরকারের সিদ্ধান্ত দুঃখজনক। অন্য যেকোনও দেশ এই ধরনের অনুমতি দিয়ে থাকে।

 সুইৎজারল্যান্ড সফরে কোবিন্দ

সুইৎজারল্যান্ড সফরে কোবিন্দ

সোমবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সুইটজারল্যান্ড, স্লোভানিয়া, আইসল্যান্ড সফরে যাওয়ার কথা। আর সেই উড়ান সফরে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের ক্ষেত্রে ইসলামাবাদের অনুমতির প্রয়োজন ছিল। প্রসঙ্গত, এই সফরে পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে ভারতের পরিস্থিতি নিয়ে ওই তিনদেশকে অবগত করতে চলেছেন রামনাথ কোবিন্দ।

 পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার নিয়ে ইসলামাবাদের অবস্থান

পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার নিয়ে ইসলামাবাদের অবস্থান

মূলত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে দেশের অভ্যন্তরে ব্যাপক কোণঠাসা ইমরান সরকার। পাকিস্তানের আকাশ সীমা যাতে না ব্যবহার করা যায়, তার চেষ্টায় ইমরানের ওপর ব্যপক চাপ দিয়ে চলেছে পাকিস্তানের বিরোধী দলগুলি। এমন অবস্থায় পাকিস্তান কোনপথে হাঁটে সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

English summary
India responds to Pakistan's decision to deny clearence for Kovind's flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X