For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা গ্রাফ ঘিরে উদ্বেগ অব্যাহত, হত ২৪ ঘণ্টায় পরিস্থিতি একনজরে

  • |
Google Oneindia Bengali News

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার জেরে আক্রান্ত ৬২ হাজারের বেশি মানুষ। এদিন স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে এমনই তথ্য দেওয়া রয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,১৯,৭১,৬২৪ জন। সুস্থ হয়েছেন ১,১৩,২৩৭৬২ জন।

ভারতে করোনা গ্রাফ ঘিরে উদ্বেগ অব্যাহত, হত ২৪ ঘণ্টায় পরিস্থিতি একনজরে

দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬১,৫৫২ জন। তবে গত ২৪ ঘন্টায় দেশে করোনা গ্রাফ ৬২ হাজারের বেশি হলেও, গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৩১২ জন। এই সময়ের ব্যবধানে সুস্থ হয়ে ফিরেছেন ২৮,৭৩৯ জন। আর এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার ক্রমেই নামছে ভারতে। যা উদ্বেগের কারণ হয়ে উঠছে।

এদিকে, করোনার জেরে দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যেই গত রাত থেকে লাগু হয়েছে কোভিড বিধি। জারি হয়েছে নাইট কার্ফু। একাধিক গতিবিধিতে রয়েছে কড়া নিয়ম। নিয়মের অন্যথা হলে মোটা অঙ্কের জরিমানা ঘোষিত হয়েছে।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় দেশে করোনার মোট ভ্যাকসিন ৬,০২,৬৯,৭৮২ জনকে দেওয়া হয়েছে। এদিকে, ভ্যাকসিনেশনের পরও বহু দনই করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। তা থেকে এই গণ টিকাকরণের কার্যকারিতা নিয়েও অনেকে প্রশ্ন তুললেও, এটি এমন এক সংকটের পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি বিশেষজ্ঞ থেকে চিকিৎসকদের। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৪, ৮৬৩১০ জন।

English summary
India reports new 62,714 corona cases in last 24 hours, says 28 March report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X