For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বাড়বাড়ন্তর মাঝে নয়া আতঙ্ক মাঙ্কিপক্স, দেশের মধ্যে কেরলে প্রথম আক্রান্ত যুবক

Google Oneindia Bengali News

একদিকে বিশ্বজুড়ে নতুন করে করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই মাঙ্কিপক্স নিয়েও চিন্তা বাড়ল ভারতের। বৃহস্পতিবার কেরলে নিশ্চিতভাবে দেশের প্রথম মাঙ্কিপক্স কেস সনাক্ত হয়েছে। ‌এক ৩৫ বছরের ব্যক্তির শরীরে মিলেছে এই রোগের উপসর্গ। সূত্রের খবর, ওই ব্যক্তির অবস্থা এখন স্থিতিশীল এবং যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের সনাক্ত করা গিয়েছে।

করোনার বাড়বাড়ন্তর মাঝে নয়া আতঙ্ক মাঙ্কিপক্স

বৃহস্পতিবারই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছিলেন যে রাজ্যের হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে, তাঁর মাঙ্কিপক্সের মতো উপসর্গ দেখা গিয়েছিল। মন্ত্রী আরও জানিয়েছেন যে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা ন্যাশনাল ইনস্টুটিউট অফ ভায়রোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। বীণা জর্জ এও জানান যে ওই ব্যক্তি বিদেশে মাঙ্কিপক্স রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রী অযথা এ নিয়ে আতঙ্কিত হতে বারণ করেছেন।

এক সূত্র মারফৎ জানা গিয়েছে যে কোল্লাম জেলার ওই বাসিন্দা গত ১২ জুলাই ত্রিবান্দ্রম বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁর সংস্পর্শে আসা মা-বাবা সহ সকলেই এখন আইসোলেট। কেরলে ফেরত আসা ১১ জন বিমানযাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই রোগীর চিকিৎসা চলছে তিরুবন্তপুরম মেডিক্যাল কলেজে।
এই ভাইরাসের উপসর্গগুলি হল, জ্বর, গায়ে ফুসকুড়ি তৈরি হওয়া, মাথা ব্যথা। সাধারণত দুই থেকে চার সপ্তাহ লাগে এই ভাইরাসে আক্রান্তদের সুস্থ হতে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌ জানিয়েছিলেন, মাঙ্কিপক্স হল ভাইরাল জুনোসিস (‌যা প্রাণী থেকে মানব শরীরে ছড়ায়)‌, গুটি বসন্তের মতোই এই রোগের উপসর্গ এক, তবে এর তীব্রতা কম। ১৯৮০ সালে গুটি বসন্ত নির্মূল ও এর টিকা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মাঙ্কিপক্স জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে অর্থপক্স ভাইরাস হিসাবে আবির্ভূত হয়েছে।

মাঙ্কিপক্স সংক্রমণের বেশিরভাগ ঘটনা ইউরোপ এবং আফ্রিকায় হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি। মাঙ্কিপক্সের বেশিরভাগ ঘটনা ঘটেছে ইউরোপে। আর তাই তা নিয়ে বেশি চিন্তায় রয়েছে হু। ১৮ জুলাই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বৈঠকে মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই মাঙ্কিপক্স নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করতে শুরু করেছে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার রাজ্যগুলিকে মাঙ্কিপক্সের উপর নজরদারি বাড়াতে বলেছে মন্ত্রক। মাঙ্কিপক্স বিশ্বের অনেক দেশেই ছড়িয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে সন্দেহভাজন সংক্রমণ দ্রুত সনাক্ত এবং বিচ্ছিন্ন করার জন্য সমস্ত প্রবেশ পথে কঠোর নজরদারি ব্যবস্থা থাকা উচিত।

English summary
The first case of monkeypox in India was identified in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X