For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৯, স্কুলগুলিকে নির্দেশিকা কেন্দ্রের

ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৯-এ। এঁদের মধ্যে ১৬ জন ইতালির পর্যটক রয়েছেন। যাঁরা রাজস্থান বেড়াতে গিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৯-এ। এঁদের মধ্যে ১৬ জন ইতালির পর্যটক রয়েছেন। যাঁরা রাজস্থান বেড়াতে গিয়েছিলেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক যাত্রীদের এবার থেকে বিমানবন্দরেই পরীক্ষা করে দেখা হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন

বুধবার করোনা ভাইরাস নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেই সময় আক্রান্তের সংখ্যা ছিল ২৮। তিনি জানান আক্রান্তদের মধ্যে রয়েছেন দিল্লির এক বাসিন্দা। এছাড়াও তালিকায় রয়েছেন তাঁর ছয়জন আত্মীয়, যাঁরা আগ্রার বাসিন্দা। এছাড়াও আক্রান্তদের মধ্যে একজন তেলেঙ্গানার বলে জানা গিয়েছে। তবে আক্রান্তদের তালিকায় গতমাসে কেরলের তিন আক্রান্তকেও ধরা হয়েছে। যাঁরা এখনও পুরোপুরি সুস্থ।

বুধবার সন্ধের দিকে গুরগাঁও-এ এক পেটিএম কর্মীর দেহে করোনা ভাইরাসের হদিশ পাওয়া যায়।

স্কুলগুলিকে নির্দেশিকা

স্কুলগুলিকে নির্দেশিকা

স্কুলগুলিকে জন্য স্বাস্থ্যমন্ত্রকের পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলগুলিতে যেন কোনও বড় জমায়েত না করা হয়। এছাড়াও স্কুলের কর্মী কিংবা কোনও ছাত্রছাত্রীর করোনা ভাইরাস আক্রান্ত দেশে ভ্রমণের খবর রাখতেও বলা হয়েছে। সেক্ষেত্রে কমপক্ষে ২৮ দিন কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষক, শিক্ষিকাদের পরামর্শ

শিক্ষক, শিক্ষিকাদের পরামর্শ

স্কুল শিক্ষিক, শিক্ষিকাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও লক্ষণ দেখলেই ছাত্রছাত্রীদের যেন স্কুলে না পাঠানো হয়। পাশাপাশি তাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওরারও পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রেটার নয়ডায় ফ্ল্যাট বন্দি ব্যক্তি

গ্রেটার নয়ডায় ফ্ল্যাট বন্দি ব্যক্তি

করোনাভাইরাস সন্দেহে এক ব্যক্তি নিজেকে ফ্ল্যাটবন্দি করেছে গ্রেটার নয়দায়। জানা গিয়েছে, সেই ব্যক্তি চিনের বাসিন্দা এবং একটি মোবাইল সংস্থার কর্মী। অভিযোগ জানানোর পরেও সেখানে স্বাস্থ্য দফতরের কোনও দল পৌঁছয়নি। আতঙ্কিত মানুষজন ওই ব্যক্তির ফ্ল্যাচের কাছে ভিড় করেছেন বলে জানা গিয়েছে।

English summary
India reports 29 Coronavirus cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X