দেশে হু হু করে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! গত ২৪ ঘণ্টার পরিস্থিতি একনজরে
কয়েকদিন আগে পর্যন্তও করোনার জেরে দেশে আক্রান্তের সংখ্যার গ্রাফ নামছিল। তবে যেভাবে গত কয়েকদিনে করোনার প্রবল দাপট দেশে ক্রমাগত দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে, তাতে নিঃসন্দেহে উদ্বেগ বাড়ছে। দেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮, ২৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দেশের করোনা গ্রাফ বলছে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যেমন উদ্বেগ তৈরি করেছে, তেমনই গত ২৪ ঘণ্টায় মৃেতর সংখ্যা ১০০এর নিচে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার জেরে ৯০ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০৯৯১৬৫১ জন। করোনার প্রকোপ থেকে মোট ছাড়া পেয়েছেন,১০৬৮৯৭১৫ জন।মোট মৃতের সংখ্যা ১৫৬৩০২ জন।
এছাড়াও জানানো হয়েছে, দেশে করোনার জেরে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪৫৬৩৪ জন।মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে, ১১০৮৫১৭৩ জনকে। এর আগে, শনিবার সকালে সারা দেশে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ১,০৯, ৭৭, ৩৮৭ -তে। মৃত্যু হয়েছে ৯০ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৬, ২৪০-তে। দেশে মৃত্যুর হার) ১.৪২ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০৬, ৭৮, ০৪৮ জন।