For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের আকাশে যুদ্ধবিমান! বৈঠকের আগেই চিনকে ঠেকাতে সীমান্তে আরও সেনা ভারতের

Google Oneindia Bengali News

টাইপ ১৫ ট্যাঙ্ক, জেড ২০ হেলিকপ্টর সহ জিজে ২ ড্রোন লাদাখ সীমান্তে নিয়ে আসা হয়েছে চিনা সেনার তরফে। এসব সরঞ্জাম ব্যবহার করে উচ্চতায় ভারতের উপর অ্যাডভান্টেজ থাকবে চিনের। যুদ্ধের পরিস্থিতি উপনীত হলে নিঃসন্দেহে চিনকে সাহায্য করবে এই সরঞ্জামগুলি। পাশাপাশি কয়েকদিন আগেই লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা গিয়েছিল চিনা হেলিকপ্টার। আর এখন চিনের দিকে যুদ্ধবিমান উড়তে দেখা গিয়েছে বলে সেনা সূত্রে খবর।

কোমর কষছে ভারতও

কোমর কষছে ভারতও

চিনের এসব তৎপরতার মধ্যেই এবার কোমর কষছে ভারতও। কয়েকদিন আগেই লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা গিয়েছিল চিনা হেলিকপ্টার। সঙ্গে সঙ্গেই সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ছুটে যায় ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান। এরপর ফের চিন ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ আনে। গত ৫ ও ৬ মে রাতে পূর্ব লাদাখের প্যাংগং সরোবরের কাছে ভারত ও চিনা সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষও হয়।

ভআরত-চিন সংঘর্ষ

ভআরত-চিন সংঘর্ষ

এরপর ৯ মে উত্তর সিকিমে ফের ভারত-চিন সেনা সংঘর্ষ হয়। সিকিমের নাকু-লা সেক্টরে টহলদারি চালানোর সময় ভারতীয় ভূখণ্ডের মধ্যে অনু্প্রবেশ করে চিনের সেনা। বিষয়টি দেখতে পেয়ে তীব্র প্রতিবাদ জানান কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানরা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এর ফলে চিনের সাতজন সেনা ও চারজন ভারতীয় জওয়ান জখম হন।

সেনা বাড়াচ্ছে দুই দেশই

সেনা বাড়াচ্ছে দুই দেশই

এই উত্তপ্ত পরিস্থিতির জেরে দুই দেশের তরফেই স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে এলএসি এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। সূত্রের খবর, লাদাখের কাছে এলএসি-তে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন। গালওয়ান নালা এলাকায় শেষ দু'সপ্তাহে তারা ১০০টি টেন্ট তৈরি করেছে। এরই মাঝে লাদাখের দূরবুক গ্রামের মানুষরা বলছেন, প্রতি রাতে ভারতীয় সেনার প্রায় ৭০ থেকে ৮০টি ট্রাক-গাড়ি তারা চিনা সীমান্তে যেতে দেখেছে।

কাশ্মীরে জরুরি ভিত্তিতে রানওয়ে তৈরি

কাশ্মীরে জরুরি ভিত্তিতে রানওয়ে তৈরি

লাদাখে ভারত-চিন সীমান্তে সামরিক দ্বন্দ্বের আবহে দক্ষিণ কাশ্মীরে জরুরি ভিত্তিতে রানওয়ে তৈরি হচ্ছে। ভারতীয় বায়ুসেনার তরফে এই রানওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে। মনে করা হচ্ছে চিনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে এখান থেকে ভারতীয় বায়ুসেনা অপারেট করতে পারবে, সেই ভেবেই তড়ঘড়ি এই নির্মাণ শুরু হয়েছে।

গুজরাতে ২০১৭ সালের বদলা কি নিতে পারবে অমিত শাহের বিজেপি! নাকি ফের কংগ্রেস করবে বাজিমাতগুজরাতে ২০১৭ সালের বদলা কি নিতে পারবে অমিত শাহের বিজেপি! নাকি ফের কংগ্রেস করবে বাজিমাত

English summary
india reinforces after jets spotted in chinese airspace amid ladakh stand off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X