For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে শেষ ২৪ ঘণ্টায় ২১ হাজার ছুঁইছুঁই আক্রান্তের সংখ্যা! ভয়ঙ্কর মাইলস্টোন সংকটের পরিস্থিতিতে

  • |
Google Oneindia Bengali News

চিনের এক গবেষণাপত্রে সদ্য জানানো হয়েছিল, ভারতে যেভাবে কোয়ারেন্টাইন পরিস্থিতি, ও লকডাউন পালন হচ্ছে তাতে প্রতিদিনই প্রবলহারে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, ভারতের নিমহানসের পরিসংখ্যান বলেছিল, ডিসেম্বরের মধ্যে ভারতে জনসংখ্যার ৫০ শতাংশ করোনা আক্রান্ত হয়ে যাবে।

 একদিনে ভারতে আক্রান্তের সংখ্যা

একদিনে ভারতে আক্রান্তের সংখ্যা

একদিনে ভারতে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। এদিন শেষ ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, করোনার জেরে ২০, ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে দৈনিক আক্রান্তের হার যে ২১ হাজার ছুঁই ছুঁই তা বলাই বাহুল্য।

 মোট আক্রান্তের সংখ্যা

মোট আক্রান্তের সংখ্যা

দেশে মোট আক্রান্তের সংখ্যা আপাতত ৬,২৫,৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা খানিকটা কমেছে তার আগের দিনের ২৪ ঘণ্টার রিপোর্টের তুলনায়। এদিন ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভ্যাকসিন বাজারে আসছে কবে?

করোনা ভ্যাকসিন বাজারে আসছে কবে?

এখনও পর্যন্ত করোনার কার্যকরী ভ্যাকসিন বাজারে আসতে আড়াই বছর অপেক্ষা করতে হবে। এমনই দাবি করেছেন ডক্টর ডেভিড নাবারো। তিনি জানিয়েছেন করোনা এখনই যাচ্ছে না বিশ্ব ছেড়ে । ফলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে , তাতে কার্যকরী ভ্যাকসিন আসতেও দেরি হবে।

 কবে আসতে পারে ভারতের প্রথম করোনা ভ্যাকসিন?

কবে আসতে পারে ভারতের প্রথম করোনা ভ্যাকসিন?

ভারত বায়োটেক ও আইসিএমআর এর তরফে পরিকল্পনা করা হচ্ছে, কোভিড ভ্যাকসিন নিয়ে আগামী ১৫ অগাস্ট ভারতে আনা হবে। এই উদ্দেশে চটজলদি ভ্যাকসিনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপাতত অপেক্ষা বড় আনুষ্ঠানিক ঘোষণার।

চিনের চোখে চোখ রেখে লাদাখে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী মোদী! চিনকে চমকে দিয়ে এলএসি ইস্যুতে কড়া বার্তাচিনের চোখে চোখ রেখে লাদাখে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী মোদী! চিনকে চমকে দিয়ে এলএসি ইস্যুতে কড়া বার্তা

English summary
India records single day spike with nearly 21 thousand with total 6 lakh cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X